বিকাশ-মানিগ্রাম অংশীদারিত্বে রেমিট্যান্স মিলবে আরো স‌হজে

Friday, November 26 2021
এখন মানিগ্রামের মাধ্যমে বিকাশেই আসবে রেমিট্যান্স


অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসীর পাঠানো টাকা রেমিট্যান্স হিসেবে চলে আসবে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। বিশ্বের অন্যতম শীর্ষ মানিট্রান্সফার কোম্পানি মানিগ্রামের সাথে চুক্তির ফলে এখন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে ব্যাংকিং চ্যানেল হয়ে সহজেই রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন পাঁচ কোটি ষাট লাখ বিকাশ গ্রাহক।

মানিগ্রাম ও টেকনোলজি এগ্রিগেটর কোম্পানি থিউনস এর সহযোগিতায় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে প্রায় সাথে সাথেই প্রবাসীর পাঠানো অর্থ পেয়ে যাবেন দেশে থাকা প্রিয়জন। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বিশ্বের ৯০ টির বেশি দেশ থেকে ৫০ টির বেশি মানিট্রান্সফার প্রতিষ্ঠান হয়ে বর্তমানে দেশের ৯ টি বানিজ্যিক ব্যাংক সেটেলমেন্টের মাধ্যমে রেমিট্যান্স আসছে বিকাশ অ্যাকাউন্টে। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, এ অংশীদারিত্বের ফলে আর্থিক অন্তর্ভূক্তি যেমন ত্বরান্বিত হবে, তেমনি দেশের রেমিট্যান্স প্রবাহ আরও বেগবান হবে। পাশাপাশি দেশে থাকা প্রিয়জন ও বিকাশ অ্যাকাউন্টে টাকা পেয়ে লেনদেনে আরও বেশি স্বাধীনতা ও সক্ষমতা অর্জন করবে। বিকাশ অ্যাকাউন্ট থেকে রেমিট্যান্সের অর্থ প্রয়োজন অনুযায়ী ক্যাশ আউট, সেন্ড মানি, পরিষেবার বিল, বিকাশ টু ব্যাংক, ফুড ডেলিভারি বা রাইড শেয়ারিং পেমেন্ট বাবদ ও আরো অসংখ্য প্রয়োজনে ব্যবহার করা যাবে। মানিগ্রামের চেয়ারম্যান এবং সিইও অ্যালেক্স হোমস বলেন, গ্রাহকদের ডিজিটাল লেনেদেনের প্রতি অব্যাহত ঝোঁক ও তাদের চাহিদা মাথায় রেখে মানিগ্রাম উদ্ভাবনী সব আর্থিক সেবা দেয়ার জন্য প্রস্তুত এবং সক্ষম। থিউনস এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার ডি ক্যালুয়ে বলেন, মানিগ্রাম ও বিকাশের সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষের ডিজিটাল লেনদেনকে আরও নিরবিচ্ছিন্ন করার পথে এ উদ্যোগ আরও এক ধাপ অগ্রগতি।
share on