বিশ্ববিদ্যালয়ে 'সাইবার নিরাপত্তা' কোর্স চালুর আহ্বান প্রতিমন্ত্রী'র

সোমবার, নভেম্বর 01 2021
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক


দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাইবার সিকিউরিটি বিষয় চালু করার প্রস্তাব করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশ্বে বর্তমানে প্রায় পঁয়ত্রিশ লাখ সাইবার সিকিউরিটি বিষয়ে অভিজ্ঞ কর্মীর চাহিদা রয়েছে। বৈশ্বিক এই চাহিদার সাথে তাল মিলিয়ে সাইবার সিকিউরিটি কোর্স এবং ডিগ্রী চালু করার জন্য ‘ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন’ (ইউজিসি)’র নিকট আবেদন জানান প্রতিমন্ত্রী।

আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে আয়োজিত ‘তথ্য অবকাঠামো নির্দেশিকা ও সাইবার নিরাপত্তা কৌশল ২০২১-২০২৫’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই প্রস্তাব উত্থাপন করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক। বিশ্বব্যাপি সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান নিয়েও আলোচনা করা হয় এ অনুষ্ঠানে। ডিজিটাল নিরাপত্তা সংস্থার পরিচালনা বিভাগের পরিচালক তারিক এম বকতুল্লাহ সাইবার নিরাপত্তা কৌশল সম্পর্কিত তথ্য ও এর অবকাঠামো সংক্রান্ত মূল নির্দেশিকা উপস্থাপন করেন। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের নেতৃত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালক মোঃ খায়রুল আমিন।
share on