বসুন্ধরা আবাসিক এলাকার জন্য বিশেষ মার্কেটপ্লেস বিপ্রপার্টি-তে

Saturday, October 30 2021
বিপ্রোপার্টির নতুন মার্কেটপ্লেস চালু


বিপ্রপার্টি ওয়েবসাইটে চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে যে সংখ্যক ভূসম্পত্তি তালিকাভূক্ত করা হয়েছে, তার মধ্যে শুধু ঢাকা থেকেই যোগ করা হয়েছে সত্তর হাজারের বেশি। এর মধ্যে ৭.৫ শতাংশ প্রপার্টি বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে শুধু বসুন্ধরা এলাকা থেকে। আবার, ভাড়ার জন্য ঢাকা থেকে যত প্রোপার্টি যোগ করা হয়েছে তার তিন শতাংশ এসেছে বসুন্ধরা এলাকা থেকে। এছাড়াও গ্রাহকদের সকল প্রপার্টি সম্পর্কিত জিজ্ঞাসার ৮ শতাংশ এই এলাকা ঘিরে, যা এই এলাকার উচ্চ চাহিদারই প্রমান দেয়। গত বছরের তুলনায় বর্তমানে বসুন্ধরায় ভূসম্পত্তির ক্রয়ে চাহিদা বেড়েছে ২৪৩ শতাংশ এবং প্রপার্টি ভাড়ার চাহিদা বেড়েছে ৭৪ শতাংশ।

বসুন্ধরা আবাসিক এলাকায় ৩৬ শতাংশ বাড়ি সন্ধানকারি ৫০ লাখ থেকে এক কোটি টাঁকার মধ্যে বাড়ি খোঁজ করেন এবং বাকি তিন শতাংশ এক থেকে তিন কোটি টাঁকার ভিতরে বাড়ি খোঁজ করেন। বিপ্রোপার্টির মার্কেট ও জনসংযোগ বিভাগের প্রধান মাহজাবিন চৌধুরি বলেন, নিরাপত্তা ও নিত্যদিনের মৌলিক চাহিদার সহজলভ্যতা বিবেচনায় বসুন্ধরা প্রোপার্টির চাহিদা বেড়েই চলেছে। আর সে লক্ষ্যেই নতুন মার্কেটপ্লেস করা হয়েছে বসুন্ধরায়।
share on