বিক্রয়ের রেকর্ড গড়লো রিয়েলমি জিটি মাষ্টার এডিশন
শুক্রবার, অক্টোবর 22 2021
রিয়েলমি জিটি মাস্টার এডিশন দারাজে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া স্মার্টফোন
ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে রিয়েলমি জিটি সিরিজের ফ্ল্যাগশিপ জিটি মাষ্টার এডিশন মাত্র ত্রিশ মিনিটেই বিক্রি হলো দুই হাজার ইউনিট, যা এখন পর্যন্ত দারাজে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ফোনটির বর্তমান বাজারমূল্য ৩৩,৯৯০ টাকা হলেও দারাজের ফ্ল্যাশ সেলে ক্রেতারা পেয়েছেন মাত্র ৩০,৯৯০ টাকায়। এই অফারের সাথে ক্রেতারা আরও পাচ্ছেন ৬ মাসের মধ্যে একবার স্ক্রিন রিপ্লেস্মেন্ট ওয়ারেন্টি, আকর্ষনীয় টি শার্ট এবং নির্দিষ্ট ব্যাংক কার্ডের উপর ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা।
Ad
৭৭৮ জি ফাইভজি প্রসেসর সমৃদ্ধ স্মার্টফোন রিয়েলমি জিটি মাস্টার এডিশনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ৬৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় প্রফেশনাল স্ট্রিট ফটোগ্রাফি সহ অসাধারণ সব ছবি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
ফোনটির ডিজাইন করেছেন জাপানের শিল্প ডিজাইনার নাওতো ফুকাসাওয়া। ট্রাভেল স্যুটকেসের আদলে মোবাইলটি ডিজাইন করেন তিনি এবং এর পিছনে এক ক্লাসিক ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে যা ব্যবহারকারীদের মাঝে ভ্রমনের আগ্রহ তৈরি করবে।