দীর্ঘ ছয় ঘণ্টা বন্ধ থাকার কারণ জানাল ফেসবুক

মঙ্গলবার, অক্টোবর 05 2021
নেটওয়ার্ক বিভ্রাটে ছয় ঘণ্টা বন্ধ ফেসবুক!
Photo: The Verge


অপ্রত্যাশিতভাবে গত সোমবার বন্ধ হয়ে যায় ফেসবুক এবং এর নিয়ন্ত্রণাধীন ইন্সটাগ্রাম, ম্যাসেঞ্জার এবং হোয়াটস অ্যাপ, যা ছয় ঘণ্টা পর আবার ফিরে পায় সংযোগ। তবে ফেসবুকের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে তা কোন ধরণের হ্যাকিং বা ডাটা হাতিয়ে নেয়ার কারণে নয় বরং রাউটারের কনফিগারেশন পরিবর্তনের কারণে হয়েছে।

বিস্তারিত না জানালেও, জানা গেছে, নেটওয়ার্ক বিভ্রাটের কারণে ডাটা সেন্টারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় থেমে যায় ফেসবুক ও এর অন্তর্ভূক্ত পরিষেবাসমূহ। এ প্রেক্ষিতে সামাজিক যোগাযোগে নির্ভরযোগ্য এ মাধ্যমে আসুবিধার কারণে একটি পোষ্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন সিইও মার্ক জাকারবার্গ। এর আগে ২০১৯ সালে পরিষেবাটি ২৪ ঘণ্টার জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যখন প্রতিষ্ঠানের কর্মীবৃন্দও নিজেদের ম্যাসেজ বোর্ডে একে অপরের সাথে সংযুক্ত হতে পারছিল না।

এ ধরণের সমস্যা সাধারনত ডোমেইন নেম সার্ভারে (ডিএনএস) তথ্য মুছে যাওয়ার কারণে হয়ে থাকে যা বর্ডার গেটওয়ে প্রটোকলের(বিজিপি) নিয়মিত আপডেটে কোন ভুলের কারণে শুরু হয়ে থাকে।
share on