ফাইভজি পণ্য সরবরাহে বেড়ে চলেছে রিয়েলমির প্রবৃদ্ধি

সোমবার, অক্টোবর 04 2021
অব্যাহত প্রবৃদ্ধির ধারায় রিয়েলমি


ফাইভজি ফোনের বাজারে রিয়েলমি'র অংশর প্রথম প্রান্তিকে ৮.৮ শতাংশ থেকে বেড়ে দ্বিতীয় প্রান্তিকে ১৫.৯ শতাংশে উন্নীত হয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রকাশিত কাউন্টার পয়েন্টের মার্কেট মনিটর সার্ভিসের তথ্যে দেখা যায় রিয়েলমির এ ঊর্ধ্বমূখি প্রবৃদ্ধির হার।

রিয়েলমির প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি বলেন, প্রবৃদ্ধির এ ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দুই বছরে দুই বার দশ কোটি গ্রাহকের মাইলফলক স্পর্শ করতে চায় রিয়েলমি। তাদের বর্তমান লক্ষ্য ২০২২ সালের মধ্যে ১০ কোটি এবং ২০২৩ সালের মধ্যে আবারো একই সংখ্যাক স্মার্টফোন মানুষের কাছে পৌঁছে দেয়া। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে অন্তত দশ কোটি ফাইভ জি স্মার্টফোন গ্রাহকদের সরবরাহ করা।
এছাড়াও, রিয়েলমির পক্ষ থেকে বলা হয়, বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে ফাইভ জি প্রযুক্তির ব্যবহার শুরু হয়ে গেছে এবং পুরো বিশ্বেই ফাইভ জি গ্রহণের প্রস্তুতি চলছে। রিয়েলমিও বর্তমানে যুগোপযোগী প্রযুক্তি পন্য উৎপাদনে অগ্রাধিকার দিচ্ছে। আগামী দিনের জন্য সাশ্রয়ী ফাইভজি ফোন ছাড়াও আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে জনপ্রিয় এই স্মার্টফোন ব্র্যান্ড টি।
share on