অনলাইনে মূল্য কারসাজির অভিযোগে নেদারল্যান্ডে জরিমানা স্যামসাং-এর

রবিবার, অক্টোবর 03 2021
৩৯ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে স্যামসাং কে


স্যামসাং টিভির খুচরা বাজার নিয়ন্ত্রণের কারণে নেদারল্যান্ডের ভোক্তা ও বাজার নিয়ন্ত্রণ অধিদপ্তর উনচল্লিশ মিলিয়ন ইউরোর অধিক জরিমানা করেছে স্যামসাং-কে। জানা গেছে, অনলাইনে জানুয়ারি ২০১৩ থেকে ২০১৮’র ডিসেম্বর পর্যন্ত স্যামসাং টিভি’র সাত খুচরা বিক্রেতার সাথে বোঝাপড়ার মাধ্যমে বাজার মূল্য নিয়ন্ত্রণ করে গেছে স্যামসাং নেদারল্যান্ড।

ভোক্তা ও বাজার নিয়ন্ত্রণ অধিদপ্তরের চেয়ারম্যান, মার্টিন স্নোপ বলেন, স্যামসাং একাই পুরো বাজার নিয়ন্ত্রণ করতো এবং বিক্রেতাদের এক্ষেত্রে কম মূল্য নির্ধারণের সুযোগ ছিলনা। যা দীর্ঘদিন ধরেই বাজার প্রতিযোগিতা নষ্ট করেছে। এবং এতে করে গ্রাহকদেরও উচ্চ মূল্যে টিভি ক্রয় করতে হয়েছে। এই ঘটনার জেরেই বর্তমানে বিশাল অংকের জরিমানা গুনতে হচ্ছে স্যামসাং কে।
share on