চালু হল শাওমির নতুন চারটি সেবা কেন্দ্র

মঙ্গলবার, সেপ্টেম্বর 21 2021
নতুন চারটি সার্ভিস সেন্টার চালু করল শাওমি

আরও সহজে গ্রাহকের নিকট বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে দেশে নতুন চারটি সেবা কেন্দ্র চালু করেছে শাওমি। নতুন চারটি সহ দেশে বর্তমানে শাওমির মোট সার্ভিস সেন্টারের সংখ্যা ২৩ টি।

শাওমির নতুন সার্ভিস সেন্টারগুলো ফরিদপুর সদর জনতার মোড়ে সামসুদ্দিন টাওয়ার, লেভেল ৩ এ , সাভারের ৪২, শাহীবাগ শিমুলতলীর এমকে টাওয়ার, লেভেল ৬ এ, নোয়াখালী চৌমহনীর করিমপুর রোড, রেলগেট, মোরশেদ আলম কমপ্লেক্সের চতুর্থ তলায় এবং আরেকটি দিনাজপুর স্টেশন রোডের গুলশান ট্রেড সেন্টা্, শপ ২ লেভেল ২ এ অবস্থিত। শুক্রবার বাদে সপ্তাহের অন্য দিন গুলোতে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সেবা নিতে পারবেন গ্রাহকরা। এছাড়াও দেশজুড়ে রয়েছে শাওমির ৩৯ টি কালেকশন পয়েন্ট। বর্তমানে শাওমির আড়াই শতাধিক অথোরাইজড মি ষ্টোর ৫০ টি প্রেফার্ড পার্টনার ষ্টোর এবং ৩০০০ এর বেশী রটেইল পয়েন্ট রয়েছে শাওমির।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ন্যায্য মূল্যে অত্যাধুনিক স্মার্টফোন বিক্রির মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনের পাশাপাশি শাওমি তাদের বিক্রয়োত্তর সেবাকেও গতিশীল করেছে। শীর্ষস্থানীয় কনজ্যুমার ইন্টেলিজেন্স ফার্ম রেডকোয়ান্টার হিসেবে ২০১৯ সালের শেষ প্রান্তিক থেকেই বিক্রয়োত্তর সেবায় শীর্ষ ব্র্যান্ড শাওমি।
share on