নিজস্ব ইমেজিং চিপ তৈরী করছে ভিভো

Tuesday, September 07 2021
ভিভো'র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিওও হু বাইশান


সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্মার্টফোনে দৃশ্যমান উপস্থাপনার সর্বোচ্চ মান নিশ্চিত করতে ভিভো আনতে যাচ্ছে ইমেজিং চিপ ভি১। পুরোপুরি নিজস্ব নকশায় প্রস্তুতকৃত ইন্টিগ্রেটেড সার্কিট চিপ ভি১, যা ইমেজ এবং ভিডিও অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দর্শন অভিজ্ঞতাকে করে তুলবে আরও চমকপ্রদ।

প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিওও হু বাইশান জনান, স্মার্টফোন ব্যবহারকারীদের নিত্যনতুন চাহিদার সাথে মিল রেখে স্বতন্ত্রভাবে ভি১ ইমেজ চিপ এর উদ্ভাবন ভিভোর জন্য একটি মাইলফলক। স্মার্টফোনের ক্ষেত্রে দৃশ্যমান উপস্থাপনার সর্বোচ্চ অভিজ্ঞতা নিশ্চিত করবে এই চিপ। প্রায় ৩০০ জন গবেষক এবং ইমেজিং ল্যাবের দক্ষ বিশেষজ্ঞদের ২৪ মাসব্যাপি গবেষণার ফল ভিভোর ইমেজিং চিপ ভি১। ভি১ চিপের প্রযুক্তিতে মূলত ইমেজ সিস্টেম, অপারেটিং সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন এবংপারফরমেন্স এই চারটি বিষয়ের উন্মেষ ঘটানো হবে।

বিগত পাঁচ বছর ধরেই ইমেজিং এর ক্ষেত্রে একটি মাইলফলক দাঁড় করাতে এই খাতে বিনিয়োগ করেছে ভিভো। গত বছর ডিসেম্বর থেকে ভিভো এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ‘জাইস’ ইমেজিং এর সীমাবদ্ধতা দূরীকরণে একসাথে চিপ নির্মাণের কাজ শুরু করে।
share on