কোয়ালকমের চিপ তৈরী হবে ইন্টেলের কারখানায়!

Thursday, July 29 2021
ইন্টেলের কারখানায় তৈরি হবে কোয়ালকমের চিপ
Photo: The Verge


অ্যান্ড্রয়েড ফোনের স্ন্যাপড্রাগন চিপের পাশাপাশি এখন ডেটা সেন্টার আর ব্যক্তিগত কম্পিউটারের উপযোগী চিপ নির্মাণে কাজ করছে কোয়ালকম। আর এ কাজে কোয়ালকমের প্রতিদ্বন্দ্বী ইন্টেল করপোরেশন অবতীর্ণ হচ্ছে স‌হযোগীর ভূমিকায়। ইন্টেলের আসন্ন ২০এ প্রসেস ব্যব‌হার করে কোয়ালকমের পক্ষে চিপ প্রস্তুত করবে ইন্টেল।

কোয়ালকমের এই চিপ ব্যব‌হার হবে ক্লাউডভিত্তিক সেবা প্রদানকারী অ্যামাজন ওয়েব সার্ভিস(এডব্লিউএস)'র ডেটা সেন্টারে। কোয়ালকম পরবর্তী প্রজন্মের চিপ প্রস্তুতের জন্য আপাতত নির্ভর করছে সদ্য ঘোষিত ‘ইন্টেল ২০এ টেকনলজি নোড’ এ, যা ২০২৪ সাল নাগাদ আসতে যাচ্ছে। ‘ইন্টেল২০এ’ চিপ প্রস্তুত পদ্ধতিতে নেক্সট জেনারেশন চিপ প্রস্তুতে ব্যবহার করা হবে নতুন ট্রাঞ্জিস্টর প্রযুক্তি যার মাধ্যমে চিপের পাওয়ার কনজিউমিং হ্রাস করা হবে।
share on