টুইটারে এখন নিয়ন্ত্রণ করা যাবে কে মন্তব্য করতে পারবেন

বৃহস্পতিবার, জুলাই 15 2021
টুইটের উপর তিনটি ডটে চাপ দিয়ে নির্বাচন করা যাবে উত্তরদাতা
Image: Twitter


সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হয়রানি নিয়ন্ত্রণে এখন আরও ব্যাপক ভাবে ব্যবহার করা যাবে প্রতিউত্তরকারী নির্ধারণ (‘চেঞ্জ হু ক্যান রিপ্লাই’) ফিচার। এতে করে, পোষ্ট করে পরবর্তীতেও নির্বাচন করা যাবে কারা মন্তব্য করতে পারবেন সেই টুইটে।

ইতিমধ্যেই টুইটারে জবাবদাতা নির্ধারণের সুবিধা যোগ করা হয়েছে। তবে তা করতে হবে টুইট লেখার সময়ই। নতুন এই সংযোজনে, টুইটের উপরে তিনটি ডটে চাপ দিলে পাওয়া যাবে মেনু। যেখানে রয়েছে কারা প্রতিউত্তর করতে পারবেন তা পরিবর্তনের সুযোগ। চাইলে নির্ধারন করা যাবে উত্তর দিতে ইচ্ছুক সবাইকে বা শুধু যারা ফলো করেন তাদেরকে অথবা, শুধু যাদের কে টুইটে উল্লেখ করে হয়েছে তাদেরকে। এতে পারস্পরিক প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে কথোপকথন হবে আরও অর্থবহ।

এছাড়াও ১ জুলাই থেকে আরও দুটি বৈশিষ্ট্যের ধারণা প্রকাশ করেছে টুইটার। যেখানে রয়েছে একাধিক অ্যাকাউন্টের পরিবর্তে একটি অ্যাকাউন্ট থেকেই শ্রেণি বিভাগ অনুযায়ী (ব্যক্তিগত এবংঅফিসিয়াল) টুইট করার সুবিধা এবং বিশ্বস্ত বন্ধুদের উদ্দেশ্যে টুইট পাঠানোর সুবিধা।
share on