বিজ্ঞাপনচিত্রে খাঁচাবন্দি পাখি, টেলিকম অপারেটরের বিরুদ্ধে মামলা

Saturday, July 03 2021
টেলিকম অপারেটর গ্রামীণফোন

সাম্প্রতিক এক বিজ্ঞাপনে খাঁচায় বন্দি পাখি দেখানোর অপরাধে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশ বন বিভাগের আওতাধীন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ) এ মামলা দায়ের করেছে গ্রামীণফোনের বিরুদ্ধে। বার্তাসংস্থা ইউএনবি'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উল্লেখিত বিজ্ঞাপনে দেখানো হয়, একজন পিতা খাঁচায় বন্দি একটি দেশীয় টিয়া পাখি উপহার দেন তার ছোট্ট মেয়েকে। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় বিতর্ক। বনপরিদর্শক নার্গিস সুলতানা উল্লেখ করেন, পাখিকে খাঁচায় আটকে রাখা অপরাধ। তাই এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে বন্যপ্রাণী আইন ২০১২ এর তিনটি ধারা লঙ্ঘন হয়েছে। এরই সুত্র ধরে, গত বুধবার ঢাকার একটি আদালতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৮(২), ৪১ এবং ৪৬ ধারায় ডব্লিউসিসিইউ এর বনপরিদর্শক নার্গিস সুলতানা এই মামলা দায়ের করেন।
share on