স্মার্টওয়াচের জন্য নতুন ইন্টারফেস নিয়ে এলো স্যামসাং

বুধবার, জুন 30 2021
স্যামসাং ইলেক্ট্রনিকস
Photo: Reuters


স্যামসাং এর নতুন স্মার্ট ওয়াচ ইন্টারফেস উন্মোচন করা হল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ। গুগল এবং স্যামসাং এর যৌথ উদ্যোগে উদ্ভাবিত এই অপারেটিং সিস্টেমে চলবে ‘ওয়ান ইউআই’ ওয়াচ ইন্টারফেস। আসন্ন গ্যালাক্সি ওয়াচেই সর্বপ্রথম ব্যবহার করা হবে 'ওয়ান ইউআই' ইন্টারফেস।

সমন্বিত এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টওয়াচের উপযুক্ত কোন অ্যাপ সংযুক্ত স্মার্টফোনে ডাউনলোড করলে তা স্বয়ংক্রিয়ভাবে ওয়াচেও দ্রুত ডাউনলোড হবে। অন্যান্য ফাংশনের ক্ষেত্রেও স্মার্টফোন থেকে দ্রুতই তা স্মার্ট ওয়াচে প্রতিস্থাপিত হবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথে স্মার্টওয়াচের সংযোগ কে আরও মসৃণ করে তুলবে 'ওয়ান ইউআই'।
এছাড়াও, নতুন এই ওয়াচ ইন্টারফেসে বছরের শেষ দিকে একটি ডিজাইন টুল সংযুক্ত করবে স্যামসাং যাতে পছন্দসই ওয়াচ ফেস ডিজাইন করাও সহজ হবে ব্যবহারকারীর জন্য।
share on