আপাতত কালো তালিকাভুক্ত হচ্ছে না শাওমি

শনিবার, মে 15 2021
কালো তালিকা থেকে বাদ পড়ছে শাওমি'র নাম
Photo: The Verge


ট্রাম্প প্রশাসন ঘোষিত বানিজ্য যুদ্ধে শাওমি’র নাম কালো তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে বৃহৎ এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

চীনা কম্যুনিস্ট পার্টির সাথে শাওমির সম্পৃক্ততার অভিযোগে কোম্পানীটিতে মার্কিন বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যদিও পুরো ব্যাপারটিকে কৌতুকপূর্ন স্বেচ্ছাচারিতা বলে অবহিত করে বিভাগীয় জজ প্রাথমিক আদেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার বিপরীতে পরবর্তিতে কোন আপিল করা হয়নি। অপরদিকে, শাওমি’র পক্ষ থেকেও কোন সামরিক সংস্থার সাথে সংশ্লিষ্টতা না থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের নিষিদ্ধ ঘোষিত কোম্পানির তালিকা থেকে শাওমির নাম মুছে ফেলার শর্তে পারস্পরিক সমঝোতায় আগামী ২০ মে’র মধ্যে বিষয়টি নিস্পত্তির পরিকল্পনা রয়েছে।
share on