সর্বনিম্ন চার্জে লেনদেন করা যাবে ‘উপায়’ অ্যাপে

Thursday, May 13 2021
'উপায়' লেনদেনে সর্বনিম্ন চার্জ


মোবাইল ভিত্তিক আর্থিক লেনদেন সেবা ‘উপায়’ ব্যবহারকারীরা সারাদেশের ৫০০ টিরও বেশি ইউসিবি’র এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। আর এই সুবিধা ব্যবহার করে টাকা তুলতে প্রতি হাজারে ট্যাক্স ও ভ্যাট সহ খরচ হবে মাত্র ৮ টাকা। উপায় অ্যাপটি ডাউনলোড করা যাবে এর নিজস্ব ওয়েবসাইট কিংবা গুগল প্লে ষ্টোর থেকে।

মোবাইল লেনদেন, ইউটিলিটি বিল, ব্যবসায়িক লেনদেন, রেমিট্যান্স গ্রহণ, বেতন প্রদান, বিভিন্ন সরকারি ভাতা প্রদান এর সুবিধা দিচ্ছে উপায়। এছাড়াও উপায় গ্রাহকদের জন্য রয়েছে কিছু আন্যরকম সুবিধা। বিনা চার্জে দেয়া যাবে ট্রাফিক প্রসিকিউশন ফি, ইন্ডিয়ান ভিসা ফি এবং প্রি-পেইড গ্যস বিল। উপায়ে’র ম্যানেজিং ডিরেক্টর সাইদুল হক খন্দকার বলেন, অর্থ উত্তোলনের সর্বনিম্ন চার্জ এবং এটিএম সুবিধার মাধ্যমে উপায় ইতিমধ্যেই এমএফএস সেক্টরে তার জায়গা করে নিয়েছে।

অত্যাধুনিক হ্যাকিং নিরোধক ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে তৈরি এই অ্যাপ দেবে লেনদেনে নিরাপত্তার নিশ্চয়তা। উল্লেখ্য, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এমএফএস ‘উপায়’ দেশের সব জেলা এবং উপজেলা পর্যায়ে ১৭ মার্চ ২০২১ থেকে কার্যক্রম শুরু করে।
share on