স্বয়ংক্রিয় ক্যাপশন যুক্ত হলো টিকটক ভিডিওতে

Friday, April 09 2021
টিকটক ভিডিওতে যোগ হবে অটো ক্যাপশন ফিচার।
image: TikTok


শ্রবণসমস্যা রয়েছে এমন ব্য‌ব‌হারকারীদের সুবিধার জন্য স্বয়ংক্রিয় ক্যাপশন যুক্ত হলো ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম টিকটক-এ। এমনটাই জানানো হয়েছে টিকটক ডায়লগ বক্স থেকে। ভিডিও আপলোড করার পর এডিটিং পেইজে স্বয়ংক্রিয় ক্যাপশন যোগ করার উপায়টি বেছে নেয়া যাবে। এক্ষেত্রে নির্মাতা চাইলে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করতে পারবেন। পাশাপাশি ক্যাপশন বাটন অফ করেও ভিডিও দেখতে পারবেন দর্শক।

প্রাথমিকভাবে, অ্যামেরিকান ইংলিশ এবং জাপানিজ এই দুই ভাষাতে ক্যাপশন দেখা যাবে তবে পরবর্তীতে অন্য ভাষাতেও এই সুবিধা পাওয়া যাবে। বর্তমান সময়ে স্বয়ংক্রিয় ক্যাপশন সুবিধাটি যথেষ্ট গ্রহণযোগ্যতা অর্জন করায় বিভিন্ন সফটওয়্যার সাথে এই বৈশিষ্ট্য যোগ করা হচ্ছে।

টিকটক এর ভিডিও নির্মাতাদের আলোক সংবেদনশীলতার কারণে এপিলেপ্সি বাড়াতে পারে এধরনের কন্টেন্ট এর বিষয়ে সচেতন করে। এবং এক্ষেত্রে দর্শকদেরও ফিল্টার অপশন দিয়ে থাকে। ইতিপূর্বে, টিকটক ভিডিওতে টেক্সট-টু-স্পিচ অপশনটি যোগ করা হয়েছিল।
share on