জনপ্রিয় হয়ে উঠছে কলিং অ্যাপ 'আলাপ'

বৃহস্পতিবার, এপ্রিল 08 2021
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।


বিটিসিএল’র নতুন কলিং সেবা আলাপ অ্যাপটি ইনষ্টল করলে একজন গ্রাহক নিজের নম্বরের সাথে মিলিয়ে একটি নতুন নম্বরের মালিক হবেন। ইন্টারনেট সংযোগ থাকলে আলাপ থেকে আলাপে কথা বলা ও চ্যাট করা যাবে বিনামূল্যে। আর যে কোন মোবাইলে বা ল্যান্ডফোনে কথা বলা যাবে মাত্র ৩০ পয়সায়। এছাড়াও রয়েছে প্রতি সেকেন্ড পালস এর সুবিধা। এর সাথে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। ল্যান্ড ফোন থেকেও কল করা যাবে আলাপে।

সম্প্রতি এক ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মোস্তফা জব্বার আনুষ্ঠানিকভাবে আলাপের লোগো উন্মোচন করেন। এসময় তিনি বলেন, আমাদের তরুন জনগোষ্ঠীর মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে ইতিমধ্যে আমরা বিশ্বের ৮০ টি দেশে সফটওয়্যার, আইওটি সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস রপ্তানী করছি। এই ধারাবাহিকতায় আমরা চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেয়ার অবস্থানে নিজেদের দাঁড় করিয়েছি এবং এটি অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃআফজাল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং বিটিসিএল এর ব্যাবস্থাপনা পরিচালক ডঃ রফিকুর মতিন।
share on