সিলিকন-অক্সিজেন ব্যাটারী নিয়ে আসবে এই শাওমি ফোন

শনিবার, মার্চ 27 2021 আকারে ছোট, দ্রুত চার্জ গ্রহণে সক্ষম ব্যাটারী নির্মাণে জোর প্রতিযোগিতা রয়েছে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে। এ প্রতিযোগিতায় এবার নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে শাওমির আসন্ন মি১১ আল্ট্রা। নতুন এ ফোনটিতে যুক্ত হতে যাচ্ছে সিলিকন-অক্সিজেন ব্যাটারী।

সিলিকন-অক্সিজেন ব্যাটারী নিয়ে আসবে এই শাওমি ফোন
credit: AndroidAuthority


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবো-তে প্রকাশিত এক টিজারে এ নতুন ব্যাটারীর কথা জানান দেয় শাওমি। এ ব্যাটারী বর্তমানে ইলেকট্রিক যানবাহনে ব্যব‌হৃত ব্যাটারীর অনুরূপ। ফলে এ ব্যাটারী স্বল্প আয়তনে অধিক চার্জ ধারণে সক্ষম। বর্তমানে ব‌হুল ব্যব‌হৃত লিথিয়াম-আয়ন ব্যাটারী অপেক্ষা দ্রুত চার্জ গ্রহণে সক্ষম সিলিকন-অক্সিজেন ব্যাটারী। তবে পরীক্ষামূলক এ ফোনে প্রয়োজনে একটি অতিরিক্ত লিথিয়াম-আয়ন ব্যাটারীও যুক্ত করতে পারে শাওমি। আগামী ২৯ মার্চ অবমুক্ত হবে এ হাই-এন্ড ফোনটি।
share on