কি আসছে স্যামসাং ‘আনপ্যাকড’ ইভেন্টে

শুক্রবার, মার্চ 12 2021
অনুষ্ঠিত হতে যাচ্ছে স্যামসাং এর আরেকটি 'আনপ্যাকড' ইভেন্ট।
ছবিঃ স্যামসাং


স্যামসাং এর আরেকটি ‘মোড়ক উন্মোচনে’র’ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চে। এটি হবে এই বছরের দ্বিতীয় ‘আনপ্যাকড’ ইভেন্ট। আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, ‘গ্যালাক্সি অসাম আনপ্যাকড’। এবং এটি পূর্বে যে প্রমোশনাল ভিডিও প্রকাশ হয়েছিল তার সাথে সামঞ্জস্যপূর্ণ। এবার সম্ভবত গ্যালাক্সি এ৫২ এবং এ৭২ ডিভাইস এর আবির্ভাব দেখতে পাব এমনটা ধারণা করাই যুক্তিযুক্ত। আয়োজনটি মার্চের ১৭ তারিখে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়া হয় স্যামসাং এর পক্ষ থেকে।

পুরো ইভেন্টটি মিড রেঞ্জের ফোনের উপর অনুষ্ঠিত হতে যাচ্ছে । ধারণা করা হচ্ছে, স্যামসাং এই ফোনটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এর কারন সম্ভবত এই যে, এ৫২ ৫জি ফোনটিতে থাকবে নিয়মিত আপডেট সুবিধা এবং হাই রিফ্রেশ রেট স্ক্রিন। যা মূলতঃ হাই-এন্ড ফোনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।

গতবছরের ভিডিও থেকে এমনটাই আশা করা যায় যে এটি যথেষ্ট আকর্ষনীয় একটি ইভেন্ট হতে যাচ্ছে। স্যামসাং ইউটিউব চ্যানেল থেকে ১৭ মার্চ ইভেন্টটি উপভোগ করা যাবে।
share on