চারটি ডিভাইসে একইসাথে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ
বুধবার, ফেব্রুয়ারি 17 2021 এখন থেকে ওয়েব প্লাটফর্মে অনেকগুলো ডিভাইসে একইসাথে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। আর অ্যাপ ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট এর সাথে চারটি ভিন্ন ডিভাইস যুক্ত করতে পারবে। হোয়াটসঅ্যাপ বেটার তথ্য অনুযায়ী, এ সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে।
চারটি ডিভাইসে একইসাথে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ
image: whatsapp
Ad
হোয়াটসঅ্যাপ অনেক দিন ধরেই মাল্টি ডিভাইস সাপোর্ট এর ব্যাপারে কাজ করে যাচ্ছে, যাতে ব্যবহারকারী একটি অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন ডিভাইসে ব্যবহারের সুযোগ পায়। নতুন এই ফিচারটি এখন যুক্ত হল হোয়াটস অ্যাপ এর ২.২১.৩০.১৬ বেটা ভার্সনে। এই মাল্টি ডিভাইস ফিচার যুক্ত হওয়ায় আপনার ফোনটি ইন্টারনেট কানেক্ট না থাকলেও হোয়াটস অ্যাপ ওয়েব একাধিক ডিভাইসে ব্যবহার করা যাবে। আবার ব্যবহারকারী লগ আউট অপশনের মাধ্যমে যুক্ত থাকা অন্য ডিভাইস গুলো বিচ্ছিন্ন করতে পারবে। এবং একটি সেকেন্ডারি ডিভাইসের মাধ্যমেও লগ আউট করতে পারবে।
এই ফিচারটি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এবং বিজনেস ভার্সনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডেও এই সুবিধাটি পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়।