আইফোন ১২ বিক্রির সাফল্যে শত বিলিয়ন ডলার রাজস্বের রেকর্ড অ্যাপলের

Saturday, January 30 2021 নতুন আইফোন ১২ সিরিজের রেকর্ড সংখ্যক বিক্রয়ের মধ্য দিয়ে বছরের শেষ প্রান্তিকে( অক্টোবর-ডিসেম্বর ) রাজস্ব আয়ের পরিমান ১০০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে অ্যাপল। ২০২০ সালের শেষ প্রান্তিকে এই আয় ছাড়িয়ে গেছে আগের সকল রেকর্ড।

আইফোন ১২ বিক্রির সাফল্যে শত বিলিয়ন ডলার রাজস্বের রেকর্ড অ্যাপলের
credit: Budiey


নতুন আইফোন ১২ সিরিজে আকর্ষনীয় ডিজাইনের পাশাপাশি ৫জি নেটওয়ার্ক সুবিধাও অন্তর্ভূক্ত করেছে অ্যাপল। ৫জি নেটওয়ার্ক সুবিধা অন্তর্ভুক্তিই অ্যাপলের এই বিক্রয় বৃদ্ধির মূল কারন বলে মনে করা হচ্ছে। বর্তমান কোভিড পরিস্থিতির সময়েও শুধু আইফোন বিক্রয়ের মাধ্যমে অ্যাপল ৬৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে সক্ষম হয়েছে। যা প্রতিষ্ঠানটির ২০১৮ সালের সর্বোচ্চ আয় ৬১ বিলিয়ন মার্কিন ডলারকেও ছাড়িয়ে গেছে। ম্যাক ও আইপড বিক্রির দিক দিয়েও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে অ্যাপল। রিমোট এডুকেশন এবং ওয়ার্ক এট হোম এই উর্ধ্বগতির পিছনে একটি বড় কারন হিসেবে রয়েছে। এছাড়াও সর্বশেষ কোয়ার্টারে আই প্যাডের বিক্রি বিক্রয় বৃদ্ধি পেয়েছে ৪১% এবং ম্যাকের বিক্রয় বৃদ্ধি পেয়েছে ২১%।
share on