ফ্ল্যাগশিপ রিয়েলমি সেন্টারের যাত্রা শুরু

Thursday, January 21 2021 এবার দেশে প্রথমবারের মতো চালু হলো রিয়েলমি ফ্ল্যাগশিপ সেন্টার। ২০১৮ সালে প্রতিষ্ঠিত স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি জনপ্রিয়তা লাভ করে সাশ্রয়ী মূল্যে অগ্রসর প্রযুক্তির ফোন বাজারজাত করার মাধ্যমে। সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হয় এই সেলস অ্যান্ড সার্ভিস ফ্ল্যাগশিপ সেন্টারের।

একইসাথে সেলস এবং সার্ভিসিং সুবিধা দেওয়ার উদ্দেশ্যে রিয়েলমি তাদের প্রথম সেলস অ্যান্ড সার্ভিস ফ্ল্যাগশিপ সেন্টার চালু করেছে। সম্প্রতি যমুনা ফিউচার পার্কে অবস্থিত এই সেলস অ্যান্ড সার্ভিস ফ্ল্যাগশিপ সেন্টারের উদ্বোধন করেন অভিনেতা ও ‘ফেস অব রিয়েলমি বাংলাদেশ’ আরিফিন শুভ।

রিয়েলমি'র ফ্ল্যাগশিপ সেলস এন্ড সার্ভিস সেন্টারের যাত্রা শুরু


এ সময় উপস্থিত ছিলেন রিয়েলমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার টিম শাও এবং যমুনা গ্রুপের ডিরেক্টর ড. মোহাম্মদ আলমগীর আলম। এই সেন্টারটি ‘ওয়ান স্টপ সলিউশন সেন্টার’ হিসাবে কাজ করবে এবং এখানে গ্রাহকরা সফটওয়্যার আপডেট, ক্লিনিং, হার্ডওয়্যার রিপ্লেসমেন্ট, ব্যাটারি অ্যাক্টিভেশন, হ্যান্ডসেট ডায়াগনসিস এবং সকল প্রকার আফটার সেলস সার্ভিস পাবেন। ফ্ল্যাগশিপ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অভিনেতা ও ‘ফেস অব রিয়েলমি বাংলাদেশ’ আরিফিন শুভ। তিনি বলেন, ‘বাংলাদেশের যাত্রা শুরুর ১ বছরেরও কম সময়ে রিয়েলমি দেশের শীর্ষ চার মোবাইল ব্র্যান্ডের একটিতে পরিণত হয়েছে।'

যমুনা ফিউচার পার্কের লেভেল-৪, শপ নং- ৪ সি-০১৬ বি-তে অবস্থিত এই সার্ভিস সেন্টার থেকে গ্রাহকরা বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত যেকোনো সময় এসকল সুবিধা গ্রহণ করতে পারবেন।[ বিজ্ঞপ্তি ]
share on