এলজি'র নতুন চমক এই 'রোলেবল' ফোন

মঙ্গলবার, জানুয়ারী 12 2021 এবার এক প্যাঁচানো ফোন নিয়ে হাজির হলো এলজি। কনজ্যুমার ইলেক্ট্রনিক শো(সিইএস)-তে গতকাল এ সংক্রান্ত এক টিজার প্রকাশ করে এলজি। তবে এটি সত্যিকারের ফোন নাকি কনসেপ্ট ফোন তা নিয়ে বেশ আলোচনা ছিলো বিভিন্ন মহলে। পরবর্তীতে কোম্পানিটির এক মূখপাত্র সংবাদমাধ্যম নিক্কেই-কে ফোনটির আগমনের দিনক্ষণ জানিয়ে সকল গুজবের অবসান করেন।

এলজি'র নতুন চমক এই 'রোলেবল' ফোন


'রোলেবল' বা প্যাঁচানো সক্ষমতার এই ডিসপ্লের আকার প্রয়োজন অনুসারে হ্রাস-বৃদ্ধি করা যাবে। চীনের বিও‌ই(BOE) টেকনোলজি এই রোলেবল ডিসপ্লে তৈরী করবে। এই ফোনটি এলজির 'এক্সপ্লোরার প্রজেক্ট'-এর অংশ। এই পরীক্ষামূলক প্রজেক্টের আওতায় ইতিপূর্বে 'ডানাওয়ালা' ফোন অবমুক্ত করেছিলো কোম্পানিটি। এদিকে, অনুরূপ ডিসপ্লের ফোন নিয়ে আরেক নির্মাতা অপো কাজ করছে বলে জানা গেছে।

চলতি ২০২১ সালেই বাজারে আসবে এলজি'র এই উচ্চাভিলাশী ফোন।
share on