নকিয়া ফোনে আসছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারী

Monday, December 28 2020 এযাবৎকালে নকিয়া ফোনে সবচেয়ে বড় ব্যাটারী ছিলো ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। নকিয়া ৮.৩ ফাইভজি ফোনের সে রেকর্ড ভেঙ্গে দিতে পারে পরবর্তী এই ফোন। বাজারে অবমুক্তির পূর্বে সার্টিফিকেশনের জন্য দাখিল করা তিনটি নকিয়া ফোনের স্পেসিফিকেশন থেকে এমনই তথ্য জানাচ্ছে নকিয়ামব ডট নেট।

নকিয়া ফোনে আসছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারী


এ প্রতিবেদন অনুসারে আগামী বছর বাজারে আসবে এ তিনটি নকিয়া ফোন। এ ফোন তিনটির সাংকেতিক নাম ডব্লিউটি৩৪০, সিএন১১০ এবং ভি৭৩০। তন্মধ্যে ডব্লিউটি৩৪০ আসতে যাচ্ছে ৫০৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারী নিয়ে। অন্যদিকে সিএন১১০ আসবে ৪৪৭০ ও ভি৭৩০ আসবে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী নিয়ে।

উল্লেখ্য, এইচএমডি গ্লোবাল নামের একটি ফিনিস কোম্পানি বর্তমানে নকিয়া ব্র্যান্ডের ফোন বাজারজাত করে আসছে। ২০১৬ সালে নকিয়ার তৎকালীন স্বত্তাধিকারী মাইক্রোসফট কর্পোরেশনের কাছ থেকে এ ব্র্যান্ডটি অধিগ্রহণ করে এইচএমডি।
share on