ক্যামেরার উৎকর্ষ সাধনে ভিভোর সঙ্গী জার্মানির জাইস

Saturday, December 19 2020
ক্যামেরার উৎকর্ষ সাধনে ভিভোর সঙ্গী জার্মানির জাইস
image: chinadaily.com.cn


জার্মানির খ্যাতনামা অপ্টো-ইলেক্ট্রনিক প্রতিষ্ঠান জাইস(ZEISS) কে সঙ্গী করে মোবাইল ক্যামেরায় নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে ভিভো। গত ১৭ই ডিসেম্বর এ সংক্রান্ত উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রতিষ্ঠানদুটি।

এ উদ্যোগের আওতায় 'ভিভো-জাইস ইমেজিং ল্যাব' তৈরী করবে কোম্পানি দুটি। মোবাইল ফোনে ব্যব‌হৃত ক্যামেরা প্রযুক্তির উৎকর্ষ সাধনে কাজ করবে এ ল্যাব। এ প্রসঙ্গে ভিভো চিফ মার্কেটিং অফিসার নি যুডং বলেন, 'এ পার্টনারশিপের ফলে আরও বেশী সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে জাইস-এর ক্যামরা প্রযুক্তি। এর মাধ্যমে সূচনা হবে ভিভোর বিস্তৃত গ্রাহক ও জাইস-এর প্রযুক্তিক উৎকর্ষের এক নতুন মেলবন্ধন।'

নিজ দেশের সীমা ছাড়িয়ে চাইনিজ কোম্পানি ভিভো অন্যান্য উন্নয়নশীল দেশে সাফল্য লাভ করেছে ইতিমধ্যেই। তবে এবার কোম্পানিটির লক্ষ্য ইউরোপের জার্মানি, পোল্যন্ড, ফ্রান্সের মতো শিল্পোন্নত রাষ্ট্র। আর এক্ষেত্রে ক্যামেরায় প্রচলিত প্রযুক্তির বাইরে উদ্ভাবনী চমক সৃষ্টি করতে কাজে আসতে পারে এ স্ট্রাটেজিক পার্টনারশিপ।
share on