সাময়িকভাবে বন্ধ হয়েছিলো গুগল সেবা

Monday, December 14 2020 সারা বিশ্বে একঘন্টারও বেশী সময় বন্ধ হয়েছিলো গুগলের একাধিক জনপ্রিয় সেবা। জিমেইল, ইউটিউব থেকে শুরু করে গুগলের একাধিক সেবা এসময় এরর কোড প্রদর্শন করে। ওয়েব সার্ভার এ কোড প্রদর্শনের অর্থ তা সঠিক সেবা প্রদানে সমর্থ নয়। উল্লেখ্য, বিশ্বের সর্বাধিক জনপ্রিয় একাধিক ওয়েবসাইট গুগল অধিকৃত(যেমন, ইউটিউব) অথবা গুগলের তৈরী ।

সাময়িকভাবে বন্ধ হয়েছিলো গুগল সেবা
image credit: Mike Blake/Reuters


গুগল অচল হয়ে পড়ায়, তা গোটা ইন্টারনেট ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলে। ইমেইল, সার্চ-এর মত নিত্য প্রয়োজনীয় সেবার অবর্তমানে এ সকল সেবার উপর নির্ভরশীল অপরাপর সেবাও আক্রান্ত হয়। গুগলের নিজস্ব ওয়েবসাইটে এ অচলাবস্থার বিস্তারিত রয়েছে।

শেষ পর্যন্ত এ সকল সেবা পুনরায় চালু হলেও, এ ব্যাপক বিপর্যয়ের কারন সম্পর্কে কিছু জানায়নি গুগল। নিজেদের গুরুত্বপূর্ন অবকাঠামোর নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির কারণে এ প্রতিষ্ঠানসমূহ বিপর্যয়ের কারণ প্রকাশে সাধারণত অনাগ্রহী হয়ে থাকে।
share on