ফ্ল্যাগশিপ দৌড়ে শামিল হচ্ছে মটোরোলা!

Wednesday, November 25 2020
মটোরোলা এজ+
Image credit: motorola


বাজেট ফোনের পাশাপাশি এবার ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাণে মনোযোগ দিতে যাচ্ছে মটোরোলা। সম্প্রতি টেকনিকনিউজের এক প্রতিবেদনে বলা হয়, 'নিও' কোডনেমের এই ফ্ল্যাগশিপ ফোন মটোরোলার ২০২১ লাইনআপে যুক্ত হতে যাচ্ছে।

লেনোভো অধিকৃত মটোরোলা সাম্প্রতিক সময়ে মিড-লেভেল ফোন বাজারজাত করে গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিল্ড কোয়ালিটি, দীর্ঘস্থায়িত্বের জন্য এসকল ফোন মনোযোগ লাভ করলেও, তা মুনাফার খাতায় খুব বেশি পার্থক্য তৈরী করতে পারে নি। তবে ফ্ল্যাগশিপ ফোনের মাধ্যমে সে অবস্থার পরিবর্তন করতে পারে মটোরোলা। স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেটের এই স্মার্টফোনের অগ্রসর বৈশিষ্ট্য সেই সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

ফ্ল্যাগশিপ দৌড়ে শামিল হচ্ছে মটোরোলা!


এক নজরে মটোরোলা 'নিও':

- অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম
- ৬৪ মেগাপিক্সেল মূল ক্যামেরা সেন্সর
- ১৬ ও ৮ মেগাপিক্সেলের দ্বৈত সেকেন্ডারি ক্যামেরা
- ১২ গিগাবাইট র‌্যাম
- ২৫৬ গিগাবাইট রম

তবে ঠিক কবে নাগাদ বাজারে আসবে এই ফোন, তা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায় নি।

share on