নিজস্ব চিপ ব্যাবহারে বছরে অ্যাপলের সাশ্রয় আড়াইশ কোটি ডলার!

Thursday, November 19 2020
অ্যাপলের নতুন এম১ চিপ
9to5mac


ম্যাকবুকে এম১ চিপ সংযোজনের ফলে প্রতিবছর বিশাল অঙ্কের অর্থ সাশ্রয় হবে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের। চলতি বছরেই এই অর্থ সাশ্রয়ের পরিমান প্রায় আড়াইশ কোটি ডলার। সম্প্রতি এমনি এক মন্তব্য করেছেন আইবিএমের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান গবেষক সুমিত গুপ্তা। তার এই গবেষনালব্ধ তথ্য নিয়ে বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি বিষয়ক ব্লগ নাইন টু ফাইভ ম্যাক।

প্রতিবেদনে বলা হয়, “ম্যাকবুকে ইন্টেল প্রসেসরের পরিবর্তে এআরএম ভিত্তিক এম১ প্রসেসর ব্যাবহারে প্রতি ইউনিটে শুধুমাত্র প্রসেসর বাবদ খরচ কমবে ১৫০ ডলার। এক্ষেত্রে অ্যাপলের বাৎসরিক লক্ষ্যমাত্রা ৫৪ লক্ষ ম্যাকবুক উৎপাদনে আড়াইশ কোটি ডলার সাশ্রয় হবে।“ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দ্রুতই ছড়িয়ে পড়া এই প্রতিবেদন কেবলই অনুমান নির্ভর বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকরা বলছেন, নিজস্ব চিপ ব্যাবহারে অ্যাপলের অর্থ সাশ্রয় হবে তা নিঃসন্দেহে সঠিক তবে, এক্ষেত্রে প্রতিষ্ঠানটির রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগে অনেক বেশী বিনিয়োগের প্রয়োজন পড়বে। নিজস্ব উদ্ভাবিত এম১ চিপ পূর্বে ব্যাবহৃত ইন্টেল চিপের তুলনায় অধিক কর্মক্ষম, সাশ্রয়ী এবং কম শক্তি খরচ করে বলে ইতিপূর্বেই ঘোষনা করেছে অ্যাপল। নতুন এই চিপযুক্ত অ্যাপল ম্যাকবুক এয়ার ইতিমধ্যে বিশ্ববাজারে পাওয়া যাচ্ছে ৯৯৯ ডলারে। আর শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে এর মূল্য মাত্র ৮৯৯ ডলার।
share on