নতুন রেকর্ড গড়লো রিয়েলমি
বৃহস্পতিবার, নভেম্বর 19 2020
কাউন্টার পয়েন্ট রিসার্চের প্রতিবেদন
gizmochina
চলতি বছরে মাত্র তিন মাসেই বিশ্বব্যাপী পাঁচ কোটি স্মার্টফোন সরবরাহ করে নতুন রেকর্ড গড়েছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। সেই সাথে টানা পনের মাস ধরে দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি আন্তর্জাতিক গবেষনা সংস্থা কাউন্টার পয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে রিয়েলমির এ সাফল্যগাঁথা উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, “২০২০ সালের তৃতীয় প্রান্তিকে ১৩২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে পাঁচ কোটি স্মার্টফোন সরবরাহের মাইলফলক অর্জন করেছে রিয়েলমি।”
Ad
জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে করোনা মহামারী স্বত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশে থেমে থাকেনি রিয়েলমি স্মার্টফোনের প্রসার। গ্রাহকদের ব্যাপক চাহিদার বিপরীতে স্বল্পমূল্যে আধুনিক ফিচারের স্মার্টফোনের যোগান দিয়ে দ্রুততম সময়ে পাঁচ কোটি স্মার্টফোন সরবরাহের মাইলফলক অর্জন করে নিয়েছে রিয়েলমি। কাউন্টার পয়েন্ট রিসার্চের এক প্রতিবেদন অনুসারে, ‘সহজাত স্লোগান ‘ডেয়ার টু লিপ’ এর সাথে আকর্ষণীয় মূল্য তালিকা, নজরকাড়া ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের অনন্য স্মার্টফোনগুলো নিয়ে বিশ্বব্যাপী তরুণদের মাঝে ব্যাপক সাড়া পেয়েছে রিয়েলমি। নিজেদের ট্রেন্ডসেটিং ইমেজ এবং অনন্য সব ডিভাইস নিয়ে গ্রাহকদের বিশ্বাস এবং ব্র্যান্ড সচেতনতা গড়ে মাত্র দুই বছরেই ৬১টি দেশে রিয়েলমি কার্যক্রম শুরু করে বর্তমানে ১৩টি দেশে রিয়েলমি শীর্ষ ৫ এ অবস্থান করছে।‘ অনন্য সব ডিভাইস, গ্রাহকদের বিশ্বাস এবং উচ্চমানের ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের স্মার্টফোন বাজারে রিয়েলমি শীর্ষে অবস্থান করছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।