ভাঁজ করা আইফোন তৈরি করছে অ্যাপল?

Wednesday, November 18 2020
ফোল্ডিং আইফোন
9to5mac


স্যামসাং ইতিমধ্যেই দুটি ফোল্ডেবল স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। রটনা সত্য হলে, আগামী দুইবছরের মধ্যেই ভাঁজ করা আইফোন বিশ্ববাজারে নিয়ে আসতে যাচ্ছে অ্যাপল।

ভাঁজ করা আইফোন বাজারে নিয়ে আসা নিয়ে ইতিপূর্বে গুঞ্জন শুনা গেলেও নিশ্চিত করে কোনো মাধ্যমেই কিছু জানা যায়নি। তবে সম্প্রতি চীনের পত্রিকা ইকোনমিক ডেইলি নিউজ তাদের এক রিপোর্টে লিখেছে, ‘২০২২ সালে ভাঁজ করার সুবিধাযুক্ত আইফোন চূড়ান্তভাবে বাজারে নিয়ে আসবে অ্যাপল। ওএলইডি কিংবা মাইক্রো এলইডি ডিসপ্লে বিশিষ্ট এই আইফোন নির্মান করবে চীনের প্রতিষ্ঠান ফক্সকন। আর বিশেষ এই ডিসপ্লে সরবরাহ করবে স্যামসাং।‘ এদিকে মোবাইল ফোনের আগাম খবর প্রদানকারী সংস্থা টিপস্টার আসন্ন নতুন ফোল্ডেবল আইফোনের পেটেন্ট আবেদনের প্রাথমিক নকশা প্রকাশ করেছে। এতে দেখা যায়, ফোল্ডেবল আইফোনের ডিজাইন অনেকটা মাইক্রোসফট সারফেস ডুয়ো ডিভাইসের ন্যায়- যা সহজেই পকেটে রাখা যায়।
share on