নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে 'অনর' ব্র্যান্ড বিক্রি করলো হুয়াওয়ে

Wednesday, November 18 2020
অনর স্মার্টফোন
the verge


জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড 'অনর' এর সম্পূর্ন ব্যাবসা বিক্রয় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। নিজেদের অস্তিত্ব রক্ষা করতে এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হুয়াওয়ে। প্রযুক্তি বিষয়ক সংবাদ সংস্থা ভার্জ এর মতে, ’মাত্রাতিরিক্ত চাপের মুখে নিজের অস্তিত্ব রক্ষায় এবং মোবাইল ব্যবসার জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহে ব্যার্থ হওয়ায় অনর স্মার্টফোন ব্যাবসা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে হুয়াওয়ে’।

হুয়াওয়ের ব্যবসা সফল মোবাইল ব্র্যান্ড অনর। এই সিরিজের স্বল্প-মূল্যের স্মার্টফোনে হুয়াওয়ের অন্যান্য স্মার্টফোন সিরিজের মতই সর্বাধুনিক প্রসেসর এবং অন্যান্য যন্ত্রাংশ ব্যাবহৃত হয়ে আসছে। সর্বশেষ বাজারে আসা অনর ভি৩০ সিরিজের স্মার্টফোনে হুয়াওয়ে পি৪০ ফ্ল্যাগশিপ ফোনের ন্যায় ব্যবহৃত হয়েছে কিরিন ৯৯০ প্রসেসর। তবে হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার দরুন বিভিন্ন যন্ত্রাংশ আমদানী বাধাসহ নানাবিধ চাপে অবশেষে অনরের পুরো ব্যাবসাই ছেড়ে দিতে যাচ্ছে হুয়াওয়ে। বার্তা সংস্থা রয়টার্স এর মতে, আনুমানিক ১৫ বিলিয়ন ডলারে অনর স্মার্টফোন ব্যাবসা পুরোপুরি বিক্রির ফলে এই ব্যাবসায় কোনো লভ্যাংশ, সিদ্ধান্ত গ্রহন কিংবা ব্যাবসা পরিচালনার ক্ষমতা থাকছেনা হুয়াওয়ের। হুয়াওয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,”হুয়াওয়ের কনজিউমার ব্যাবসায় মাত্রাতিরিক্ত চাপ কমাতে এবং কঠিন সময়ে অনর স্মার্টফোন ব্যাবসার অস্তিত্ব রক্ষায় সদ্য গঠিত শেনজেন জিক্সিন নিউ ইনফরমেশন টেকনোলজি কোম্পানীর নিকট অনর স্মার্টফোন ব্যাবসা বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
share on