আয়কর বিবরণী অনলাইনে দাখিলের সুবিধা পুনরায় চালু

Monday, November 16 2020
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর
image courtesy : UNB



সম্প্রতি ঢাকায় আয়কর বিবরণী দাখিলের সেবা উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এ বিষয়ে তিনি বলেন, ”এ বছর একটি করাঞ্চলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। তবে আগামী বছরের মধ্যে দেশের সব করাঞ্চলে এই সুবিধা চালু করা হবে।” তিনি আরো বলেন, ‘আমার কাছে মনে হয়, টিআইএনধারীদের কাছে টাকা দেওয়াটা কষ্টের বিষয় নয়। কিন্তু রিটার্ন জমা দেওয়া সমস্যা। এই সমস্যাটা দূর করতে আমরা সরাসরি অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ দিতে একটি সফটওয়্যার তৈরি করেছি।’ ঢাকার করাঞ্চল-৬ এর এক লাখ ৩৫ হাজার করদাতাকে বাসায় বসেই অনলাইনে ট্যাক্স রিটার্ন জমাদানের সুযোগ দেবে এনবিআর-এর এই নতুন ইনকাম ট্যাক্স রিটার্ন সফটওয়্যার। এছাড়াও পরবর্তীতে অন্যান্য অঞ্চলে এই সফটওয়্যারের পরিধি বৃদ্ধিসহ গ্রাহকদের অনলাইন রিটার্নের বিপরীতে প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
আয়কর বিবরণী দাখিল করতে ভিজিট করুন taxeszone6.gov.bd

উল্লেখ্য, গত তিন বছর যাবৎ অনলাইনে রিটার্ন জমা দিতে পেরেছেন করদাতারা। ভিয়েতনামের এফপিটি ইনফরমেশন সিস্টেম করপোরেশনের নির্মিত সফটওয়্যারে অনলাইনে করবিবরণী জমা দেওয়া যাচ্ছিল। ওই কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত জুনে সেই সুবিধাটি বন্ধ হয়ে যায়।
share on