সর্বাধুনিক প্রযুক্তি দেশে নিয়ে আসতে স্যামসাংকে বিটিআরসির আহ্বান

Thursday, November 12 2020
স্যামসাং গ্রুপ
image courtesy: BSS


বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ও সেবা নিয়ে আসতে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাংকে আহ্বান জানিয়েছে দেশের মোবাইল অপারেটর নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সম্প্রতি স্যামসাং বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স এর নিজস্ব কারখানা পরিদর্শন শেষে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহিদুল আলম এই আহ্বান জানান।

রাজধানী ঢাকা থেকে ৪৪ কিঃমিঃ দূরে নরসিংদীতে স্থাপিত এই কারখানায় দেশের চাহিদা মেটাতে উৎপাদিত হতে যাচ্ছে বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ওভেনসহ নিত্য প্রয়োজনীয় স্যামসাং ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন এবং বাজারজাতের অনুমতি লাভ করেছে ফেয়ার ইলেকট্রনিক্স। সম্প্রতি স্যামসাং এর অত্যাধুনিক এই কারখানা পরিদর্শনে গিয়েছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরী কমিশন-বিটিআরসির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থতিত ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন ” প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ফেয়ার গ্রুপ বাংলাদেশের সকল প্রান্তে ৪জি ইন্টারনেট সেবা সম্বলিত স্বল্পমূল্যের মোবাইল হ্যান্ডসেট পৌছে দিতে বদ্ধপরিকর।” উল্লেখ্য, ২০১৮ সাল থেকে স্বল্পমূল্যের ৪জি এবং ৫জি স্মার্টফোন উৎপাদনে কাজ করে যাচ্ছে ফেয়ার ইলেক্ট্রনিক্স। বাংলাদেশের উন্নয়নে আধুনিক প্রযুক্তি নিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেছে স্যামসাং এর সহযোগী প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপ।
share on