বাজারে এলো রিয়েলমি সি১৫ কোয়ালকম সংস্করণ

মঙ্গলবার, নভেম্বর 10 2020
রিয়েলমি সি১৫ কোয়ালকম সংস্করণ উন্মোচন
image courtesy: unb


কোয়ালকম চিপসেটযুক্ত সি১৫ স্মার্টফোন বাংলাদেশের বাজারে নিয়ে এলো জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই স্মার্টফোনটির বিশেষত্ত্ব এর ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০ সিরিজের চিপসেট। ইতিপূর্বে হেলিও চিপসেট যুক্ত রিয়েলমি সি১৫ বাজারে এলেও কোয়ালকম চিপসেটযুক্ত স্মার্টফোনের প্রতি গ্রাহকদের আকর্ষন বেশী থাকায় একই স্মার্টফোনের দুটি সংস্করণই বাংলাদেশের বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহন করেছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহে ফেসবুক লাইভে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে রিয়েলমি সি১৫ কোয়ালকম সংস্করণ উন্মোচন করা হয়েছে।

জ্যামিতিক গ্রেডিয়েন্ট ডিজাইনের সি১৫ কোয়ালকম সংস্করণের স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী অক্টা-কোর প্রসেসর, বড় আকারের ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে পর্দা এবং নিখুঁত আল্ট্রা-ওয়াইড কোয়াড ক্যামেরা। কোয়ালকম সংস্করণের বড় ব্যাটারির রিয়েলমি সি১৫ এর সম্পূর্ণ চার্জে ৪৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন কল টাইম এবং ৪৮ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা দিতে সক্ষম। এছাড়াও এর ১৮ ওয়াটের কুইক চার্জ সুবিধা মাত্র ৩০ মিনিটে ২৮ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিয়েলমি। দুটি নান্দনিক রঙ মেরিন ব্লু ও সিগাল সিলভারের ৪ জিবি র‍্যাম+৬৪ জিবি স্টোরেজ সংস্করণটি ১২,৯৯০ টাকায় এবং ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটি ১৪,৪৯০ টাকায় দেশের বাজারে পাওয়া যাচ্ছে। আগামীকাল থেকে দারাজে এবং ১৮ই নভেম্বর থেকে বিশেষ ছাড়ে প্রি-বুকিং এর মাধ্যমে গ্রাহকরা এই স্মার্টফোন ক্রয় করতে পারবেন।
share on