জিবোর্ডে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ভয়েস টাইপিং

Monday, November 09 2020
জিবোর্ডে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ভয়েস টাইপিং
credit: 9to5google


জিবোর্ডের নতুন সংস্করণে গ্রাহকদের টাইপ করার প্রয়োজন অনেকাংশেই কমে যাবে। অত্যাধুনিক সব সেবা যুক্ত হবে এতে। যেমন গ্রাহক , “ক্লিয়ার” বলার সাথে সাথে ব্যাকস্পেস কী ব্যবহার ছাড়াই যা কিছু লেখা ছিল তা মুছে যাবে। আরেকটি সুবিধা হল “সেন্ড” বললে সেটি বার্তা পাঠাতে পারবে। “নির্দেশনা দিতে কথা বলুন” এই প্রচারণার উপরে অ্যাসিসটেন্টের একটি নতুন ব্যানারে ভয়েস টাইপিং ব্যবহারে ইঙ্গিত করে। তাছাড়া ভয়েস টাইপিং মেন্যুর সাথে নতুন সেটিংস মেন্যুও যুক্ত হচ্ছে। এছাড়াও বিভিন্ন বিরাম চিহ্ন ব্যবহার করার “পিরিয়ড”, “কমা”, বা “কোয়েশ্চন/এক্সক্লেমেশন মার্ক” ইত্যাদি কমান্ড ব্যবহার করা সম্ভব হবে। গুগলের জিবোর্ডে মাইক্রোফোনের চিহ্নযুক্ত বাটনের মাধ্যমে আধুনিক এই ফিচার ব্যাবহার করা যাবে।

গুগল জিবোর্ডের নতুন এই ফিচারটি আসন্ন পিক্সেল ফোনের সর্বশেষ জিবোর্ড ও গুগল অ্যাসিসটেন্ট হালনাগাদ সংস্করণের সাথে পাওয়া যাচ্ছে। তবে এটি এখনো পরিপূর্ণভাবে উন্মুক্ত করা হয়নি বলে সকল গ্রাহকদের হাতের নাগালে পৌছাতে আরো সময় লাগতে পারে।
share on