মহামারীতেও অটুট মনোপলি

মঙ্গলবার, নভেম্বর 03 2020
বিশ্বের শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানসমূহের প্রবৃদ্ধির হার
statista


করোনা মহামারীতে বিমান সংস্থা, হোটেল, চেইন রেস্তোঁরা এবং কয়েক মিলিয়ন ক্ষুদ্র ব্যবসার বেঁচে থাকার লড়াইয়ের বিপরীতে, বিশ্বের নামিদামি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আয় বেড়েছে বিপুলভাবে। বিভিন্ন গবেষনা সংস্থার রিপোর্ট বলছে, “সামগ্রিক অর্থনীতির ভয়াবহ অবস্থাকে পেছনে ফেলে, বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশই অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে বেশী আয় করেছে।“ স্ট্যাটিস্টা বলছে, ‘বিশ্বের শীর্ষ তিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানের রাজস্ব বৃদ্ধির পরিমান মাত্র নয় মাসেই দুই অঙ্কের ঘরে গিয়ে ঠেকেছে।‘

আন্তর্জাতিক গবেষনা সংস্থার তথ্য মতে , ২০২০ সালের প্রথম নয় মাসে ৩৫ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে অ্যামাজনের। মহামারীতে চলতে থাকা লকডাউনে অনলাইন শপিংয়ের কার্যকারিতা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এতে করে আয়ও বাড়তে থাকে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের। আর তাই এসময়ে রেকর্ড আয়ের সাক্ষী হয় অ্যামাজন। অন্যদিকে গুগল এবং ফেসবুকের সংকট চলাকালীন আয় বৃদ্ধির হারও কম নয়। বিজ্ঞাপন নির্ভর প্রতিষ্ঠান দুটির মহামারী চলাকালীন সময়ে বিজ্ঞাপন হতে আয় লক্ষণীয়ভাবে কমে গেলেও গড়ে আয় বৃদ্ধি পেয়েছে উভয় প্রতিষ্ঠানের। মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট করোনার সময়ে নিজেদের প্রবৃদ্ধি ১৩% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। আরেক টেক জায়ান্ট অ্যাপলের মহামারীকালীন প্রবৃদ্ধি ৪ শতাংশ।
share on