পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে রবি

Friday, October 16 2020
রবির পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন
unb


পাঁচ কোটি গ্রাহকের অনন্য মাইলফলক অর্জন করেছে দেশের অন্যতম টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। রবির ব্যাবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ গতকাল এক অনলাইন সংবাদ সম্মেলনে পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অর্জনের ঘোষনা দেন। তিনি জানান, “রবি এবং এয়ারটেল গ্রাহকেরা এ আনন্দের মুহূর্তে প্রতিদিন ৫ কোটি এমবি ডেটা বোনাস ব্যবহারের সুযোগ পাবেন।।“

রবির বিভিন্ন মাইলফলক তুলে ধরে কোম্পানির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে ৩.৫জি সেবা চালু, একমাত্র অপারেটর হিসেবে চালুর এক দিনের মধ্যে সারা দেশে ৬৪টি জেলায় একযোগে ৪.৫জি সেবা চালু, দেশের প্রথম অপারেটর হিসেবে ভোএললটিই সেবা এবং নিজেদের নেটওয়ার্কে প্রথম ৫জির পরীক্ষা চালিয়েছে রবি। এসব ঈর্ষণীয় সাফল্যই রবিকে দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত টেলিকম ব্র্যান্ডে পরিণত করেছে। এমএনপির মাধ্যমে প্রতি সাতজন গ্রাহকের মধ্যে পাঁচজনের রবি নেটওয়ার্কে যোগদানই তার প্রমাণ। তিনি আরও বলেন, নেটওয়ার্ক সম্প্রসারণে রবি অব্যাহতভাবে বিনিয়োগ করেছে এবং দেশের সবচেয়ে বিস্তৃত ৪.৫জি নেটওয়ার্ক তৈরি করেছে রবি।

ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবির পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অর্জনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন – বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘রবির এ অর্জনে আমরা সবাই গর্বিত। আমি রবির ব্যবস্থাপনা পরিষদ, কর্মী এবং দেশব্যাপী এর সাথে যুক্ত ব্যবসায়িক অংশীদারদের অভিনন্দন জানাই। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশের জন্য যে মহাসড়ক প্রয়োজন তা টেলিযোগাযোগ খাত থেকেই আসবে। এ মহাসড়কে আমি রবিকে সবচেয়ে আগ্রহী অংশীদার হিসেবে পেয়েছি। আমি শুধুমাত্র একটি সুদূরপ্রসারী পরিকল্পনা দিতে পারি, সেটি বাস্তবায়নে রবি সব সময় এগিয়ে আসে যা আমার জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।’
share on