ভুল তথ্যের সম্প্রচার রোধে সরব হচ্ছে টুইটার

Monday, October 05 2020
টুইটারের নতুন সংযোজন ‘বার্ডওয়াচ’
the verge


জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খুব দ্রুতই ছড়িয়ে পড়া মিথ্যা এবং ভুল তথ্য ঠেকাতে পরীক্ষামূলকভাবে নতুন একটি ফিচার সংযোজন করেছে প্রতিষ্ঠানটি। ‘বার্ডওয়াচ’ নামে এই ফিচারের সাহায্যে গ্রাহকদের করা টুইটকে ভুল তথ্য হিসেবে চিহ্নিত করে কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করতে পারবেন অন্য গ্রাহকরা। ব্যাবহারকারীরা এই ফিচারের সাহায্যে করা অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্যও প্রদান করতে পারবেন। পরবর্তীতে টুইটার কর্তৃপক্ষ গ্রাহকের করা অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।নতুন সংযোজিত ‘বার্ডওয়াচ’ টুলের মাধ্যমে ভুল তথ্যের মহামারী থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন মাইক্রোব্লগিং সাইট টুইটারের গ্রহকরা।

‘বার্ডওয়াচ’ ফিচার সম্বলিত টুইটার ড্যাশবোর্ডের স্ক্রিনশট
techcrunch


প্রযুক্তি বিশ্লেষক ম্যাট নাভারা সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টে ‘বার্ডওয়াচ’ ফিচার সম্বলিত টুইটার ড্যাশবোর্ডের দুটি স্ক্রিনশট প্রকাশ করেন। টুইটারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এই টুলের প্রশংসাও করেন তিনি। জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম এনগ্যাজেটের মতে, টুইটারে যেকোনো টুইটের ড্রপ-ডাউন মেনু হতে ‘মিউট’, ‘ব্লক এন্ড রিপোর্ট’ এবং ‘অ্যাড টু বার্ড ওয়াচ’ ইত্যাদি ফিচারের যথাযথ নিরীক্ষণের মাধ্যমে ভুল তথ্যের উপস্থাপন অনেকতাই রোধ করা সম্ভব হবে। এই ফিচারের ব্যাপারে টুইটার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্য না পাওয়া গেলেও প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার মতে, “আমরা কয়েকটি উপায়ে ভুল তথ্যের বিষয়টি নিয়ে কাজ করতে চাচ্ছি। ভুল তথ্য গুরুতর একটি সমস্যা। আমরা এর সমাধানে অন্যান্য আরও অনেক উপায় পরীক্ষা করে দেখব।“ উল্লেখ্য, ২০০৬ সালে যাত্রা শুরু করে মাইক্রো-ব্লগিং সাইট টুইটার। এই সাইটে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা কিংবা ‘টুইট‘ আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। বিশ্বের সকল শীর্ষ স্থানীয় ব্যাক্তিবর্গ এবং অভিনেতাদের টুইটারে বেশ সরব উপস্থতি রয়েছে।
share on