ভারতের বাজারে আসছে রিয়েলমি ৭আই স্মার্টফোন

Saturday, October 03 2020
রিয়েলমি ৭আই স্মার্টফোন
gsmarena


চলতি সপ্তাহেই ভারতের বাজারে আসছে জনপ্রিয় চীনা ব্র্যান্ড রিয়েলমির নতুন স্মার্টফোন রিয়েলমি ৭আই। স্বল্পমূল্যে আধুনিক ফিচারের এই মিড-লেভেল স্মার্টফোন ভারতের বাজারে যাত্রা শুরু করবে ৭ই অক্টোবর। একই দিনে ইউরোপের বিভিন্ন দেশেও স্মার্টফোনটির কয়েকটি সংস্করণ অবমুক্তি পেতে যাচ্ছে। রিয়েলমির প্রধান নির্বাহী কর্মকর্তা মাধব শেঠ চলতি সপ্তাহেই ভারতে রিয়েলমি ৭আই স্মার্টফোন উন্মুক্তের ঘোষনা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় গ্রাহকদের এ বিষয়ে অবহিত করেন তিনি। স্মার্টফোনের পাশাপাশি রিয়েলমির নিজস্ব প্রযুক্তির ১২৫ ওয়াট সুপারডার্ট চার্জার, এয়ারবাডস প্রো, বাডস ওয়ারল্যাস প্রো সহ নতুন উদ্ভাবিত স্মার্ট প্রযুক্তির সামগ্রী প্রদর্শনের কথাও জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় অবমুক্ত হওয়া রিয়েলমি ৭আই স্মার্টফোনে থাকছে ৯০ হার্জের ৬.৫ইঞ্চির আলট্রা স্মুথ এলসিডি ডিসপ্লে পর্দা। স্মার্টফোনটির শক্তিশালী পার্ফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট, অক্টা-কোর প্রসেসর এবং অ্যাড্রিনো ৬১০ জিপিইউ। এই স্মার্টফোনটিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির উচ্চক্ষমতাসম্পন্ন ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী ব্যাবহৃত হয়েছে। নিখুঁত ছবি তোলার জন্যে এই স্মার্টফোনে থাকছে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ম্যাক্রো ও ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য স্মার্টফোনটির সম্মুখভাগে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। গ্রাহকরা মূল ক্যামেরা এবং সেলফি ক্যামেরা উভয়ের মাধ্যমেই ৩০ এফপিএস রিফ্রেশ রেটে ১০৮০ পিক্সেলে ভিডিও ধারন করতে পারবেন। এছাড়াও আধুনিক স্মার্টফোনের সকল ফিচার তো থাকছেই। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংস্করনের রিয়েলমি ৭আই স্মার্টফোন হতে যাচ্ছে মিড-লেভেল বাজেট স্মার্টফোন ক্রেতাদের সাধ্যের মধ্যে সেরা একটি স্মার্টফোন। আন্তর্জাতিক বাজারে ১৮০ ইউরো কিংবা ২১৫ ডলারে পাওয়া যাচ্ছে রিয়েলমির নতুন এই স্মার্টফোন।
share on