'নগদে' টাকা উত্তোলনে এখন দেশের সর্বনিন্ম চার্জ

শুক্রবার, অক্টোবর 02 2020
নগদ লোগো
nagad


ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ অ্যাপ্লিকেশনের ক্যাশ আউট কিংবা অর্থ উত্তোলনে চার্জ কমিয়ে মাত্র ৯.৯৯ টাকা করা হয়েছে। নগদ গ্রাহকেরা এখন অ্যাপ ব্যাবহার করে এক হাজার টাকা ক্যাশ-আউটে প্রতিষ্ঠানটিকে মাত্র ৯ দশমিক ৯৯ টাকা চার্জ প্রদান করবেন। চলতি বছরের ১লা অক্টোবর থেকে কার্যকর হয়েছে নগদের নতুন এই ক্যাশআউট চার্জ। প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজে করা সম্প্রতি এক পোস্টে বলা হয়, ‘নগদ মানে খরচ কমে। তাইতো এবার পাচ্ছেন সব থেকে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা। এখন নগদ অ্যাপে ক্যাশ আউট করতে পারবেন প্রতি হাজারে ৯ টাকা ৯৯ পয়সাতে। ইউএসএসডি-তে ক্যাশ আউট করতে পারবেন প্রতি হাজারে ১২ টাকা ৯৯ পয়সাতে। এবার কম খরচে লেনদেন করুন ইচ্ছেমত।‘

নগদের ক্যাশ আউট চার্জ দশ টাকার নিচে হওয়ায় বিকাশ, রকেট, ইউক্যাশ, শিউরক্যাশসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিতে পারবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে বাংলাদেশ ডাক বিভাগ ও একটি বেসরকারী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গঠিত হয় নগদ। প্রতিষ্ঠার এক বছর না যেতেই সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। এবার দেশের সর্বনিন্ম হারে, অ্যাপের মাধ্যমে হাজারে ৯.৯৯ টাকার ক্যাশআউট চার্জ গ্রহনের ঘোষনা দিয়ে গ্রাহক সমাদর পাচ্ছে নগদ। উল্লেখ্য, সর্বনিন্ম ২১০০টাকা কিংবা তার বেশী লেনদেনের ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে। অন্যদিকে ইউএসএসডি কিংবা *১৬৭# ডায়াল করে নগদের ক্যাশ আউট সেবা গ্রহনে প্রতি এক হাজার টাকায় ১২.৯৯ টাকা চার্জ প্রযোজ্য হবে।
share on