জমকালো অনুষ্ঠানে অভিষেক রিয়েলমি সি১৭-এর

Monday, September 21 2020
রিয়েলমি সি১৭ স্মার্টফোন অবমুক্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান
unb


ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে অবমুক্ত হল রিয়েলমি সি১৭। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে মিড লেভেল এই স্মার্টফোনের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫,৯৯০ টাকা। তবে ২২শে সেপ্টেম্বর ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ-এ রিয়েলমির এই স্মার্টফোনটি বিশেষ মূল্যে পাওয়া যাবে মাত্র ১৪,৯৯০ টাকা। এছাড়াও রিয়েলমির সকল শো-রুম এবং স্মার্টফোন বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে আকর্ষনীয় এই স্মার্টফোনটি।

রিয়েলমি বরাবরই আকর্ষনীয় ডিজাইন, শক্তিশালী পারফর্ম্যান্স এবং এবং সাশ্রয়ী মূল্যের আধুনিক স্মার্টফোন নিয়ে গ্রাহকদের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকে। প্রতিষ্ঠানটির সি সিরিজের এন্ট্রি এবং মিড লেভেল স্মার্টফোনসমূহের রয়েছে ব্যাপক চাহিদা। সেই ধারাবাহিকতায় ৯০ হার্জের আলট্রা স্মুথ ডিসপ্লে বিশিষ্ট রিয়েলমি সি১৭ স্মার্টফোন গ্রাহক চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনটিতে বিশ্বের প্রথম ১১ ন্যানোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪৬০ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা ক্রায়ো ২৪০ সিপিইউ এবং অ্যাড্রেনো ৬১০ জিপিইউয়ের সাথে সর্বোচ্চ ১.৮ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম। এআই কোয়াড রিয়ার ক্যামেরায় ঝকঝকে ছবি তোলার জন্য এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের এর বড় অ্যাপারচারের মূল ক্যামেরা। যা দিয়ে ১১৯ ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সে অনায়াসেই চমৎকার ল্যান্ডস্কেপ, পোট্রেট এবং বড় গ্রুপের ছবি তোলা সম্ভব। রিয়েলমি সি১৭ এর ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি ৩৪ দিনের স্ট্যান্ডবাই সুবিধা এবং ৩৫ ঘণ্টার বেশি কলিংয়ের সুবিধা দেবে। এছাড়াও এর ১৮ ওয়াটের ফার্স্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে মাত্র ৩০ মিনিটে ৩৩ শতাংশ চার্জ করা যাবে এবং সুপার পাওয়ার সেভিং মোডে মাত্র ৫ শতাংশ ব্যাটারির ব্যবহারে ১.২ ঘণ্টা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। এই স্মার্টফোনটি ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ সংস্করনে গাঢ় নীল এবং সবুজ দুটি রঙ এ দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
share on