আর ৪৮ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে টিকটক, উইচ্যাট

Friday, September 18 2020
যুক্তরাষ্ট্রের কোনো অ্যাপ স্টোরে থাকছেনা টিকটক, উইচ্যাট
bbc


জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশন টিকটক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট আর মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রে সম্পূর্ণরুপে নিষিদ্ধ হতে যাচ্ছে। চীন সরকারের নিকট মার্কিন নাগরিকদের তথ্য পাচারের আশঙ্কায় ট্রাম্প প্রশাসনের জারি করা নির্দেশ কার্যকর হতে যাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বলছে, বিশ্বব্যাপী জনপ্রিয় এই অ্যাপ্লিকেশন দুটি নিষিদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের আরোপিত নির্বাহী আদেশ অনুযায়ী আর মাত্র ৪৮ ঘন্টা পর যুক্তরাষ্ট্রের কোনো অ্যাপ স্টোরেই পাওয়া যাবেনা এসব অ্যাপ্লিকেশন। অর্থাৎ, গুগল প্লে স্টোর, অ্যাপল অ্যাপ স্টোরসহ অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোভাইডার প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হবে টিকটক এবং উইচ্যাট মোবাইল অ্যাপ্লিকেশন। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে, শেষ মুহুর্তে ট্রাম্পের ইশারায় বানিজ্য চুক্তির আওতায় এই নিষেধাজ্ঞা বাতিল করা হতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের এমন সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া টিকটকের পক্ষ থেকে জানানো হয়, “যুক্তরাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তে আমরা হতাশ। তবে, তাদের নিকট আমাদের স্বচ্ছতা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।‘

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং গ্রাহকদের ব্যাক্তিগত তথ্য চীন সরকারের নিকট পাচার হতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রে চীনের তৈরি এ ধরনের অ্যাপ্লিকেশন নিষিদ্ধের ঘোষনা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাগরিকদের সুরক্ষায় অ্যাপটির মার্কিন অংশের স্বত্ব যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের নিকট হস্তান্তরের প্রস্তাব দিয়ে ৪৫ দিনের সময় বেধে দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্র সরকারের বেধে দেওয়া এই শর্ত রক্ষায় টিকটকের স্বত্তাধিকারী প্রতিষ্ঠান বাইটড্যান্স মাইক্রোসফটকে বাদ দিয়ে ওরাকলের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে এমন খবরও উঠে আসে রয়টার্সের প্রতিবেদনে। সুনির্দিষ্ট করে এ ব্যাপারে কিছু জানা না গেলেও বিশ্লেকদের মতে, টিকটকের মার্কিন অংশের পরিচালনায় মাইক্রোসফটকেই গুরুত্ত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সব খবরকে ছাপিয়ে আপাতত নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অটল থাকছে যুক্তরাষ্ট্র এমন বার্তাই পাঠিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের বানিজ্য বিভাগের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষায় দেশটির সকল অ্যাপ্লিকেশন স্টোর থেকে এই ভিডিও শেয়ারিং এবং মেসেজিং অ্যাপ্লিকেশন দুটি অপসারিত হবে। যুক্তরাষ্ট্রে টিকটকের প্রায় ৯ কোটি এবং উইচ্যাটের প্রায় ৩৫ লক্ষ গ্রাহক রয়েছেন।
share on