স্মার্টফোন ক্রয়ে স‌হযোগিতার জন্য অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা করবে ইউজিসি

Sunday, August 09 2020
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)
Bangla Tribune


দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনলাইনের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষার্থীদের স্মার্টফোন ও ইন্টারনেটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষার্থীদের এই সেবা প্রদানে যেসকল শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা নেই, তাদের তালিকা চেয়ে শিক্ষা মন্ত্রনালয়ে চিঠি দিয়েছে। দেশের শিক্ষামন্ত্রী বরাবর প্রেরিত চিঠিতে চলমান অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে যে সব শিক্ষার্থীর ডিভাইস ক্রয়ের আর্থিক সক্ষমতা নেই, শুধু সে সব শিক্ষার্থীর নির্ভুল তালিকা ২৫ আগস্টের মধ্যে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ডিরেক্টর বরাবর পাঠানোর অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, ইউজিসির উদ্যেগে অনুষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভার্চুয়াল সভায় অনলাইন শিক্ষা কার্যক্রমে সকল শিক্ষার্থীর অংশগ্রহন নিশ্চিতে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সেবা, বিনামূল্যে ডাটা সরবরাহ এবং সফট লোন কিংবা ডিভাইস ক্রয়ে ঋনের প্রস্তাবে আলোচকবৃন্দ একমত পোষন করেন।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করতে চাইলেও বড় বাধা হয়ে দাঁড়ায় দেশের নাজুক ইন্টারনেট ব্যাবস্থা। তার সাথে নতুন যুক্ত হওয়া ভ্যাট, ট্যাক্সসহ অতিরিক্ত ইন্টারনেট খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনলাইনে শিক্ষা কার্যক্রমের এসব দূর্ভোগ লাঘবে পূর্বেই আশার বাণী শুনিয়েছিলেন দেশের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। শিক্ষা কার্যক্রমে অনূকুল পরিবেশ সৃষ্টিতে শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট প্রদানের বিষয়ে জোড় তাগিদও দিয়েছেন তিনি। তবে প্রাথমিক অবস্থায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অসচ্ছ্বল পরিবারের শিক্ষার্থীদের বিনামূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের আওতায় আনার উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছে শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন।
share on