পুঁজিবাজারে ওয়ালটনের আইপিও আবেদন গ্রহণ শুরু

Sunday, August 09 2020
ওয়ালটন লোগো
waltonbd


পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দেশীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু হয়েছে। গত ৯ ই আগস্ট রোববার থেকে শুরু হওয়া এ আবেদন গ্রহণ চলবে ১৬ আগস্ট পর্যন্ত। পুঁজিবাজার সূত্রে জানা যায়, একটি বিও অ্যাকাউন্টের বিপরীতে সর্বোচ্চ এক লটের জন্য আবেদন করা যাবে এবং ওয়ালটনের আইপিও’র প্রতি লটে থাকছে ২০টি শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রতি শেয়ারের মূল্য থাকছে ২৫২ টাকা। সেই হিসেবে ৫ হাজার ৪০ টাকায় ওয়ালটনের আইপিওতে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, গত ২৩ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় ওয়ালটনকে আইপিওতে শেয়ার ছাড়ার অনুমোদন দেয়া হয়। রাষ্ট্রয়ত্ত্ব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ফলে বুক-বিল্ডিং পদ্ধতিতে ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি সাধারণ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ইস্যু করবে ওয়ালটন।

দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীরা বলছেন, দীর্ঘদিন পরে পুঁজিবাজারে ওয়ালটন হাই-টেকের মতো একটি প্রতিষ্ঠিত কোম্পানির আইপিও আসছে শুনে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পূর্নাঙ্গরূপে পুঁজিবাজারে প্রবেশের পূর্বেই প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) চোখ রাঙ্গাচ্ছে ঝিমিয়ে পড়া পুঁজিবাজারের বিনিয়োগকারীদের। আর তাই পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের নজর এখন ওয়ালটন হাই-টেকের আইপিওর দিকে। ওয়ালটন শেয়ারে বিনিয়োগ করে ভালো লভ্যাংশ পাবেন, এমন প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। বিএসইসি এর তথ্যমতে, ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ওয়ালটন হাই-টেকের ইপিএস ৪৫.৮৭ টাকা ও এনএভি ২৪৩.১৬ টাকা। দেশের প্রাইম ব্যাংক সিকিউরিটিজের বিজনেস অপারেশন শাখার প্রধান কর্মকর্তা কাজী আহসান হাবিব এর মতে, ‘ওয়ালটনের ইপিএস ও এনএভি খুবই আকর্ষণীয়। সার্বিক বিবেচনায় ওয়ালটন নিঃসন্দেহে একটি ভালো স্টক। তাই কোম্পানিটির সাবস্ক্রিপশন খারাপ হওয়ার সুযোগ নেই।’
share on