যা নিয়ে আসছে রিয়েলমি সি১৫

Thursday, July 30 2020
রিয়েলমি সি১৫ স্মার্টফোন
gizmochina


রিয়েলমি সি সিরিজের সবচেয়ে আকর্ষণীয় স্মার্টফোনটি সম্প্রতি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। সম্পূর্ন নতুন ধাঁচের ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১৫ স্মার্টফোন। এন্ট্রি লেভেলের স্বল্পমূল্যের স্মার্টফোন হলেও এতে থাকছে আধুনিক সব ফিচার সম্বলিত চারটি ক্যামেরা। উল্লেখ্য, চীনের পর শুধুমাত্র মালয়শিয়াতে এই স্মার্টফোন বাজারে নিয়ে আসার ঘোষনা দিয়েছে চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। তবে রিয়েলমি সি১১ স্মার্টফোনের মত এই স্মার্টফোনটিও মালয়শিয়ার পর ভারত এবং বাংলাদেশে আসবে বলে ধারণা করছেন গ্রাহকরা। বাংলাদেশে রিয়েলমি সি১৫ স্মার্টফোনের মূল্য সংস্করণভেদে ১২ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

আকর্ষণীয় রিয়েলমি সি১৫ স্মার্টফোনে থাকছে ওয়াটারড্রপ নচযুক্ত ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে পর্দা, যার সুরক্ষায় ব্যাবহৃত হয়েছে গরিলা গ্লাস। অক্টা-কোর প্রসেসর, মিডিয়াটেক হেলিও জি৩৫ গেমিং চিপসেট, পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিইউ এই স্মার্টফোনটিকে স্বল্পমূল্যে মিডিয়াম লেভেলের গেমিং পারফরমেন্স প্রদান করবে। স্বল্পমূল্যের বলা হলেও এতে থাকছে ৩/৪ জিবি র‍্যাম, ১৮ ওয়াট ফাস্ট-চার্জিং প্রযুক্তি সম্বলিত ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। কোয়াড ক্যামেরা সেটাপের প্রধান ক্যামেরা হিসেবে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটির সম্মুখভাগে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা যা ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করতে সক্ষম। আধুনিক জিওম্যাট্রিক ডিজাইন, রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ৪জি প্রযুক্তি, ৬৪জিবি স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড ১০ সংস্করণ থাকছে এতে। সব মিলিয়ে বাজারে আসা মাত্রই স্বল্পমূল্যে এন্ট্রি কিংবা মিড লেভেলের এই স্মার্টফোনটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম এ নিয়ে কোনো সন্দেহ নেই।
share on