অ্যাপলের আইফোন ১১ উৎপাদন শুরু হলো ভারতে

শনিবার, জুলাই 25 2020
ভারতে নির্মিত আইফোন ১১
gsmarena


চলমান বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানসমূহের কারখানা চীন থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। আর এই নির্দেশে অ্যাপল, মাইক্রোসফট, গুগলসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কারখানা চীন থেকে সরিয়ে ভারত, জাপান, দক্ষিন কোরিয়াসহ বিভিন্ন দেশে স্থানান্তর শুরু করে। যুক্তরাষ্ট্র ছাড়াও জাপান, দক্ষিন কোরিয়া এবং বিশ্বের অধিকাংশ দেশই চীন থেকে তাদের বিভিন্ন পণ্যের কারখানা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। অ্যাপলের অন্যতম সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন ভারতের চেন্নাইয়ে নিজস্ব কারখানায় উৎপাদন শুরু করেছে। ভারতীয় বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানায় যায় ভারতে বিক্রয়ের লক্ষ্যে বর্তমানে অ্যাপল আইফোন ১১ নির্মিত হচ্ছে। উৎপাদিত এসব মেড ইন ইন্ডিয়া ট্যাগযুক্ত আইফোন ভারতের স্থানীয় বাজারে পাওয়া যাচ্ছে বলেও জানা যায়।

ইতিপূর্বে ভারতের কারখানায় অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আইফোন এসই, ৬ এবং ৭ সংস্করণ তৈরি করেছিলো অ্যাপল। বর্তমানে চাহিদার তুঙ্গে থাকা আইফোন ১১ ভারতেই প্রস্তুত হওয়ায় ২০ শতাংশ আমদানী শুল্ক মওকুফ হবে বলে বেশ ভালো ব্যাবসা করতে পারবে অ্যাপল। বিশ্লেষকরা বলছেন, ভারতের মত বিশাল জনসংখ্যার দেশে শুল্কমুক্ত সুবিধায় স্বল্প মূল্যে আইফোন পাওয়া গেলে নিঃসন্দেহে অ্যাপলের গ্রাহক সংখ্যা খুব অল্প দিনেই দ্বিগুন হবার সম্ভাবনা রয়েছে। এদিকে অ্যাপলের আইফোন নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন শীঘ্রই ভারতে ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষনা দিয়েছে। পৃথিবীর সকল পণ্যের প্রায় ৯০ শতাংশের যোগানদাতা চীন থেকে সকল উৎপাদন ব্যাবস্থা একেবারে সরিয়ে নেওয়া সম্ভব নয় বলেও মত দিয়েছেন আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা। এক্ষেত্রে পণ্যের মূল্য বেড়ে গেলেও ধাপে ধাপে বিশ্ব বানিজ্যের উৎপাদনস্থল বিকেন্দ্রীকরনে এবং চীনের আধিপত্য দমাতে একজোট হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বের প্রথম সারির প্রায় সবগুলো দেশ। তবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং ভারতের মত দেশে নতুন কারখানা স্থাপিত হলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বেশ দ্রুতই উন্নত হবে বলে আশায় বুক বাধছে এ অঞ্চলের দেশগুলো।
share on