বিকাশে মিলবে তাৎক্ষণিক ঋণ সুবিধা

Wednesday, July 22 2020
বিকাশ ও সিটি ব্যাংকের উদ্যেগে ডিজিটাল ঋণ ব্যাবস্থা
mobilemaya


বাংলাদশে ডিজিটাল ঋণ সুবিধা চালু করছে সিটি ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। জরুরী প্রয়োজনে বিকাশ গ্রাহকেরা জামানতবিহীন ঋণ সুবিধার আওতায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে উপযুক্ত বিকাশ গ্রাহক এই ডিজিটাল ঋণের অর্থ সংগ্রহ ও জমা প্রদান করতে পারবেন। আর পূর্ববর্তী লেনদেনের প্রতিবেদন দেখে কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশ গ্রাহকের ঋণ প্রাপ্তির যোগ্যাতা নির্ণয় করবে। ঋণ প্রাপ্তির জন্য যোগ্য গ্রাহক বিকাশ অ্যাপ্লিকেশনে কয়েকটি ক্লিকের মাধ্যমে কোনো কাগজ-পত্র ছাড়াই মুহুর্তেই ঋণের টাকা বিকাশ ওয়ালেটে পেয়ে যাবেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে, দেশের আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ব্যাংক ঋণকে প্রযুক্তির সহায়তায় আরও জনমুখী করতেই সিটি ব্যাংক এবং বিকাশের উদ্যেগে গৃহীত হয়েছে এই প্রকল্প।

দেশের প্রথম ডিজিটাল ঋণ ব্যাবস্থার অন্যতম উদ্যোক্তা সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, আমাদের দেশে অনেকেরই, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের হঠাৎ অর্থের প্রয়োজন হয়। সেটি কিভাবে আরও সহজে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তারা যেন স্বাচ্ছন্দ্যে সেই অর্থ ব্যবহার করতে পারেন- এটি মাথায় রেখেই এই ডিজিটাল ঋণের যাত্রা। খবর নিয়ে জানা যায়, ডিজিটাল ব্যাবস্থায় ঋণ প্রদানে গ্রাহকের যোগ্যতা পর্যালোচনায় কৃত্রিম বুদ্ধ্বিমত্তা প্রযুক্তির যোগান দিচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের ক্রেডিট এসেসমেন্ট প্রতিষ্ঠান ‘অ্যান্ট ফিনান্সিয়াল’। চীন, ভারত, ফিলিপাইনসহ বিশ্বের বেশ কয়েকটি উন্নয়নশীল দেশে মোবাইল ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল ঋণ প্রদানে কারিগরী সহায়তা দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। সিটি ব্যাংক ও বিকাশ এক যৌথ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রকল্প সফলভাবে শেষ হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনক্রমে এই সেবা আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে। ঋণ পাওয়ার উপযুক্ত বিকাশ গ্রাহকরা এই সেবা পাবেন।
share on