পোর্টেবল পকেট রাউটার নিয়ে এলো গ্রামীণফোন

সোমবার, জুলাই 20 2020
জিপির ৪জি পোর্টেবল পকেট রাউটার
grameenphone


করোনা মহামারীতে চাকুরীজীবিদের বাসা থেকেই অফিসের কাজ সাড়তে প্রয়োজনীয় ইন্টারনেট সেবা প্রদানে গ্রামীণফোন নিয়ে এলো পোর্টেবল পকেট রাউটার। দেশের সকল অঞ্চলে বাসা-বাড়ী, দোকান-পাট, কিংবা অফিসে খুব সহজেই ৪জি প্রযুক্তির ইন্টারনেট সুবিধা দিবে এই পকেট রাউটার। দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর জিপির সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলছেন, গ্রাহকদের ডিজিটাল চাহিদা মেটাতে সক্ষম এই আধুনিক ডিভাইসটি বাজারে নিয়ে আসতে পেরে আমরা বেশ আনন্দিত। ডিজিটাল বাংলাদেশ নির্মানে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌছে দিতে এই ডিভাইসটি বেশ কার্যকরী হবে বলেও জানান তিনি। জিপির পোর্টেবল পকেট রাউটার সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে ডেটা আদান প্রদান করতে সক্ষম। দেশের যেকোনো প্রান্তে যেকোনো নেটওয়ার্কের আওতায় ২,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারীযুক্ত এই ডিভাইসটি একটানা সর্বোচ্চ ৮ ঘন্টা সেবা দিতে পারবে।

পোর্টেবল পকেট রাউটার সাধারণ ব্রডব্যান্ড রাউটারের তুলনায় আকারে ছোট এবং নেটওয়ার্ক কানেক্টিভিটিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের পরিবর্তে মোবাইল সিমের সাহায্যে ইন্টারনেট সেবা প্রদান করে। ইতিপুর্বে বাংলাদেশে রাষ্ট্রয়ত্ত্ব টেলিকম অপারেটর টেলিটক এবং গ্রামীণফোন একই ধরনের ৩জি পকেট রাউটার নিয়ে এসেছিল। গ্রামীণফোনের বিস্তৃত ৪জি নেটওয়ার্কের মাধ্যমে পোর্টেবল পকেট রাউটারে একই সাথে ডিভাইসটির সাথে যুক্ত একাধিক গ্রাহককে ইন্টারনেট ব্যাবহারের সুজোগ করে দিবে। জিপি বলছে ছোট আকারের সুন্দর ডিজাইনের এই ডিভাইসটিতে একই সাথে সর্বোচ্চ ১০ জন গ্রাহক একই সময়ে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। জিপির সকল বিক্রয়কেন্দ্রে ২ বছরের ওয়ারেন্টিসহ মাত্র ২,৯৯৯ টাকায় শীঘ্রই পাওয়া যাবে এই পকেট রাউটার।
share on