ওয়ালটন নিয়ে এলো ৪৮ মেগাপিক্সেলের ফ্ল্যাগশিপ ফোন

Thursday, July 16 2020
ওয়ালটন প্রিমো এস৭ প্রো ফ্ল্যাগশিপ স্মার্টফোন
waltonbd


বাংলাদেশে নির্মিত ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সম্বলিত নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে নিয়ে এলো দেশীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। প্রতিষ্ঠানটির প্রিমো এস৭ প্রো ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে থাকছে প্রযুক্তি দুনিয়ায় বহুল আলোচিত হেলিও পি৭০ অক্টা-কোর প্রসেসর। এছাড়াও ৪৮ মেগাপিক্সেল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রধান ক্যামেরা, মালি জি৭২ জিপিউ এবং ভি নচযুক্ত ফুলএইচডি+ ডিসপ্লে একে দিয়েছে ফ্ল্যাগশিপের তকমা। ওয়ালটন প্রিমো এস৭ প্রো এর বাজারে যাত্রার আনুষ্ঠানিকতায় প্রতিষ্ঠানটির হেড অব মোবাইল সেলস আসিফুর রহমান খান বলেন, এই স্মার্টফোনটির ক্যামেরাতে থাকছে আধুনিক সব ফিচার, সেই সাথে সার্বিক পারফর্ম্যান্স বেশ ভালো। শক্তিশালী প্রসেসর, অধিক র‍্যাম-রম, ফাস্ট চার্জিং প্রযুক্তি, অত্যাধুনিক ডিজাইন এবং ফিচারে এই স্মার্টফোন গ্রাহকদের মন জয় করতে পারবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন এই কর্মকর্তা। সর্বাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনটি মাত্র ২০,৫০০ টাকায় কালো এবং নীল দুটি রঙে দেশের সকল বিক্রয়কেন্দ্রে শীঘ্রই পাওয়া যাবে বলেও জানিয়েছে ওয়ালটন কতৃপক্ষ।

ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি, ফেইস আনলক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল ৪জি স্ট্যান্ডবাই, ৫গিগাহার্জের ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, সর্বাধুনিক সি-টাইপ পোর্টসহ সব আধুনিক ফিচারই রয়েছে এই স্মার্টফোনে। স্মার্টফোনটির প্রধান আকর্ষণ ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরার সাথে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৬.৩ ইঞ্চির নচযুক্ত আইপিএস এচডি+ ডিসপ্লে এবং এর সুরক্ষায় ইনসেলআইপিএস প্রযুক্তির ২.৫ডি কার্ভড গ্লাসের ব্যাবহার একে করেছে অনন্য। স্মার্টফোনটির পেছনের অংশে স্ক্র্যাচ পড়া থেকে সুরক্ষা দিতে এবং বিভিন্ন রঙ এর আলোর উপস্থিতিতে বিভিন্ন বর্ন ধারন করতে সক্ষম পিএমএমএ ম্যাটেরিয়াল ব্যাবহৃত হয়েছে। এছাড়াও ৬জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রমের এই স্মার্টফোনটিতে রয়েছে ৩৯৫০মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী যা ১৮ ওয়াটের ফাস্ট চার্জার অথবা ১০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জারের সাহায্যে দ্রুতই চার্জ করে নেওয়া যাবে। বর্তমানে ই-কমার্স ওয়েবসাইট ইভ্যালিতে ওয়ালটন প্রিমো এস৭ প্রো ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ১০০% ক্যাশব্যাক অফারে পাওয়া যাচ্ছে।
share on