বারো হাজারের মধ্যে পাঁচ স্মার্টফোন

সোমবার, জুলাই 13 2020
স্বল্পমূল্যে বাজারের সেরা ৩টি স্মার্টফোন
mobilemaya


স্বল্পমূল্যে দীর্ঘস্থায়ী স্মার্টফোনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এ১০ বেশ জনপ্রিয়। ৬.২ইঞ্চির এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা বিশিষ্ট এই স্যামসাং স্মার্টফোনটির মূল্য মাত্র ১১,৯৯০ টাকা।

অ্যান্ড্রয়েড যুগে প্রবেশের পর নকিয়ার সফল স্মার্টফোনসমূহের মধ্যে নকিয়া ২.২ বেশ ব্যাবসা সফল। ৫.৭১ইঞ্চির এলসিডি ডিসপ্লে, কোয়াড-কোর প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৩জিবি র‍্যাম বিশিষ্ট এই নকিয়া স্মার্টফোনটির মূল্য মাত্র ১১,৯৯০ টাকা।

রিয়েলমি সি৩ সাম্প্রতিককালে মনোযোগের কেন্দ্রে এসেছে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচারের কারণে। তিন ক্যামেরার এই ফোনে রয়েছে সাড়ে ছয় ইঞ্চি ডিসপ্লে এবং আনুপাতিক বৃহৎ ব্যাটারী। অপোর সাব-ব্র্যান্ড রিয়েলমি-র এই ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে মাত্র ১০,৯৯০ টাকায়।

দশ হাজারের মধ্যেই আরেকটি অ্যান্ড্রয়েড ১০ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ০১। কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট সমৃদ্ধ এ ফোনটিতে রয়েছে ৫.৭ ইঞ্চির উচ্চ পিপিই বিশিষ্ট পর্দা। দুই গিগাবাইট র‌্যামের ফোনটিতে একমাত্র সমস্যার কারণ হতে পারে এর স্বল্প স্টোরেজ - মাত্র ১৬ গিগাবাইট রম।

অন্যদিকে সিম্ফনির বাজেট স্মার্টফোন জেড৩০ ঘোষণার পর থেকেই গ্রাহকদের মনোযোগের কেন্দ্রে চলে আসে। সাশ্রয়ী মূল্য, প্রিমিয়াম ফিচার, দেশজুড়ে সিম্ফনির গ্রাহক সেবা কেন্দ্র - সব মিলিয়ে এই জেড৩০-এর বিকল্প পাওয়া কঠিন। সাড়ে ছয় ইঞ্চি ডিসপ্লের ফোনটির বাজারমূল্য ৯৭৯০ টাকা মাত্র।

চীনা প্রতিষ্ঠানসমূহের মধ্যে আধুনিক ফিচার সম্বলিত অপো এ৫এস, শাওমি রেডমি ৬ এবং হুয়াওয়ে ওয়াই৫ প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। বাংলাদেশেই নির্মিত ওয়ালটনের প্রিমো এন৪ স্মার্টফোনও দেশের মানুষের স্মার্টফোনের চাহিদা মেটাচ্ছে।এছাড়াও ১২০০০ টাকার আশেপাশে ফিচারসমৃদ্ধ দীর্ঘস্থায়ী স্মার্টফোন খুঁজে পেতে মোবাইলমায়া-র সার্চ অপশন ব্যব‌হার করতে পারেন স‌হজেই।
share on